উৎসর্গ : কবি-ব্লগার বিজন রয়, যদিও তিনি 'কবি' নামটি শুনতে নারাজ
মনে পড়ে -
যখন বৃষ্টি নামে নিঝুম দুপুরে
জানালার গ্রিল ধরে আকাশ দেখি
তুমি এসে আমাকে ছুঁয়ে
আলগোছে দাঁড়াতে পাশে
মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে
ফসলের ক্ষেতগুলো চলে গেছে বহুদূর
চলে গেছে বহুদূর
আলপথ ধরে আমি হেঁটে গিয়েছি
তুমি এসে পায়ে পায়ে
হেঁটেছো আমার আঙুল ছুঁয়ে
মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে
পদ্মার বালুচরে খেলা করে গাঙচিল
খেলা করে গাঙচিল
অতীতের স্মৃতিগুলো হাত নাড়ে
তুমিও ছিলে সেখানে
জীবনের স্বাদ খুঁজে নিতে
মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে
১৮ ফেব্রুয়ারি ২০২২
কথা, সুর ও মিউজিক কম্পোজিশন : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
লিংক : মনে পড়ে - যখন বৃষ্টি নামে নিঝুম দুপুরে
আগের পোস্ট : যখন বৃষ্টি নামে - এক গান থেকে আরেক গান
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২২ রাত ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




