যেই প্রেমে হয় যন্ত্রণা
কেন সেই প্রেম আমার হয়
আমার কি আর সুখের কপাল নাই
যেই প্রেমে নাই জ্বালা পোড়া
সেই প্রেম আমি কোথায় পাই
আমি থাকি বন্ধুর আশায়
বন্ধু ঘোরে পাড়ায় পাড়ায় গো
বন্ধুর অবহেলায় আমি
জ্বলে পুড়ে হইলাম ছাই
আমার কি আর সুখের কপাল নাই
বন্ধুর প্রেমে পড়ে আমি
কেঁদে মরি দিবাযামী গো
বন্ধুর পিছে জীবন গেল
বন্ধুর কোনো সাড়া নাই
আমার কি আর সুখের কপাল নাই
বন্ধুর কথা যায় না ভোলা
প্রাণে সয় না বন্ধুর জ্বালা গো
ইচ্ছা করে কলসি গলায়
নদীর জলে ডুবে যাই
আমার কি আর সুখের কপাল নাই
যেই প্রেমে হয় যন্ত্রণা
কেন সেই প্রেম আমার হয়
আমার কি আর সুখের কপাল নাই
১৫ ফেব্রুয়ারি ২০২২
কথা, সুর ও মিউজিক কম্পোজিশন : খলিল মাহ্মুদ
গানের ইউটিউব লিংক :
১। শায়মা আপু বলার পর বিট অনেকখানিই কমিয়ে দিলাম। এখানে ক্লিক করুন। যেই প্রেমে হয় যন্ত্রণা - লো বিট - লিরিক্যাল মিউজিক ভিডিও
২। হাই বিট - এখানে ক্লিক করুন। যেই প্রেমে হয় যন্ত্রণা - লিরিক্যাল মিউজিক ভিডিও
লো বিট - তবে, কোনো কোনো ডিভাইসে বিট নাও শোনা যেতে পারে।
হাই বিট
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২২ রাত ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




