যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়
জানালায় চেয়ে থাকি, ধুধু করে চোখ
তোমার বাঁশির সুরে ভেসে আসে সুর
সুর যেন ভিজে আছে শুধু বেদনায়
তোমার কথাই কেন মনে পড়ে হায়
যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
দেয়ালে ঝোলানো ছিল চিঠিগুলো সব
পুড়িয়ে ফেলেছি যেন না থাকে স্মৃতি
তবুও চিঠির ঘ্রাণে ভরে আছে ঘর
দহনে প্রতিটা ক্ষণই জ্বলে অন্তর
যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়
০৪ ফেব্রুয়ারি ২০২
কথা, সুর, মিউজিক কম্পোজিশন, মিউজিক ভিডিও নির্মাণ ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
ইউটিউব লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - যত চাই ভুলে যেতে
অথবা নীচের কিংকে ক্লিক করুন।
এ গানটি আগেই গাওয়া হয়েছিল, এখন নতুন করে মিউজিক কম্পোজ করা হয়েছে। এটা আমার লেখা ও সুর করা প্রিয় গানের একটা। এ গানটার উপর এর আগে একাধিক পোস্ট লেখা হয়েছিল। সর্বশেষ পোস্টটি হলো এখানে - যত চাই ভুলে যেতে - প্রেমচিহ্ন গুঁটিবসন্তের মতো
প্রকাশ নামক আমার এক অনুজ ও শুভাকাঙ্ক্ষী শিল্পী এ গানটা খুবই সুন্দর গেয়েছেন। আমার পরিচিত অর্কেস্ট্রা টিম এটির মিউজিক করেছে। সেটি শুনতে ক্লিক করুন - যত চাই ভুলে যেতে - প্রকাশ
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
আগের ভার্সন (মিউজিক কম্পোজিশন ভিন্ন)।
আরেকটি ফটোমিক্স।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




