আমার কাছে মনে হয়েছে, আমি কিছু কিছু গানের লিরিক বেশ ভালো লিখেছি, সুরও করেছি ভালো, আবার গানের শিল্পী না হয়েও বেশ ভালোই গেয়েছি। এটি সেরকম একটি গান।

যে-বেদনা দিয়েছিলে করে ছলনা
সে-বেদনা এ হৃদয় করেছে সোনা
কিছু কিছু ভুল আমি করে ছিলাম
আমার সে ভুল তুমি করোনি তো ক্ষমা
বার বার ভুল করে
করেছি প্রেমের দাবি
আজকে সকল দাবি ফিরিয়ে নিলাম
আমি তো ভালোই আছি আমার পথে
ভাবনাবিহীন মন ভরে আছে সুখে
অনেক পুড়েছে এ মন
চাই না পোড়াতে আর
চাই না বালুর বুকে ছুঁতে মরীচিকা
৩০ সেপ্টেম্বর ২০২২
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - যে-বেদনা দিয়েছিলে করে ছলনা
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



