মাঝে মাঝে কোনো কোনো মানুষকে হঠাৎ -
একেবারে হঠাৎ হঠাৎ ভালো লেগে যায়
কেন ভালো লেগে যায়, তার কোনো কারণও খুঁজে পাই না
সে যা বলে, ভালো লাগে। সে যা করে ভালো লাগে।
কীভাবে একটা মানুষ অতি-মানবীয় হয়ে ওঠে
ভাবতে ভাবতে ডুবে যাই মানুষটার গভীরে
আমাকে সে উতলা করে তোলে-
কীভাবে সে এতটা মানবীয় হলো!
অথচ আমি অবাক হই, আপনিও শুনে অবাকই হবেন-
সেই মানুষটা
সেই একই অতি-মানবীয় মানুষটা
অপরাপর চোখে বেজায় তুচ্ছ; হয়ত-বা ঘৃণার পাত্র সে,
হয়ত-বা কে জানে, কয়েকটা খুন করে ২৭ বছর হাজতবাস শেষে
মুক্তাঙ্গনে ফিরে এসেছে –
এমনটা কি হতে পারে? হওয়ারই বা কোনো কথা কি আছে?
আছে :
একটা মানুষ - আপামর জনতার কাছে যিনি দেবতাসদৃশ
প্রথম দেখায়ই যখন তার অন্তরটা আমি দেখে ফেলি, আর সবিস্ময়ে দেখি-
একদঙ্গল কুৎসিত আবর্জনা সেখানে জমে আছে অজানা কাল ধরে।
হাজারটা মানুষ হাজারটা চোখে একটা মানুষকে দেখে
হাজারটা মন পর্দা খুলে হাজারটা রূপ লেখে।
০৮ জুন ২০২৪
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২৪ রাত ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



