বেলা শেষের চিহ্ন
যা কিছু পড়েছি সব ভুলে গেছি, স্মৃতির পাতারা শাদা
সোজা কথাটাও আজ মনে হয় যেন দুর্জ্ঞেয় ধাঁধা।
এইতো দুপুরে পথে দেখা হলো- দেখুন কী মুশকিল,
নামধাম তার চেহারা-সুরত মনে নেই একতিল।
সকালের দিকে বাজারে গিয়েছি, সওদাভর্তি থলে
‘একি! এত রাতে কই গিয়েছিলে?’ গৃহিণী চমকে বলে।
কেন যে এমন গোল বেঁধে যায়, এ কি বয়সের খেলা?
পশ্চিমে দেখি হলুদ আকাশ, শেষ হলো বুঝি বেলা।
২৪ আগস্ট ২০১৮
মমতাময়ী
প্রতিদিন শুনি কারা যেন ডাকে, চলো আড়িয়াল বিল
দেখবে ওখানে ডাহুকের ডুব, বালুহাঁস বক চিল
হয়ত-বা আমি সবই ভুলে গেছি, তবু নিশ্চিত জানি
আজো ভুলি নাই আড়িয়াল বিল, কত মিঠা তার পানি
আমার সঙ্গে কারা যাবে চলো, ওখানেই যত সুখ
ওখানে আমার মায়ের বিছানা, মমতায় ভরা বুক
এই ভ্রমণের শেষের প্রান্তে শুয়ে পড়ি যদি, প্রিয়
ওখানে আমার চিরনিদ্রার শয্যাটি করে দিও
২৪ আগস্ট ২০১৮
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩০