বলতে চেয়েও আজও বলো নি
ও হো হো
সেই কথাটি কী ছিল তোমার
বলতে চেয়েও আজও বলো নি

মন যে আমার জেনে গ্যাছে
ও হো
মন যে আমার জেনে গ্যাছে
তোমার মনের
সেই কথাটি
সেই কথাটি কী ছিল তোমার
বলতে চেয়েও আজও বলো নি
ও হো হো
সেই কথাটি কী ছিল তোমার
বলতে চেয়েও আজও বলো নি
চলো না কোথাও সবুজ গাঁয়ে
ঘুরে আসি
চলো না কোথাও সবুজ গাঁয়ে
ঘুরে আসি
পথের দু পাশে বনের পাখিরা
বাজায় বাঁশি
বাতাসে আমার শাড়ির আঁচল
ও হো
বাতাসে আমার শাড়ির আঁচল
যেন রঙিন প্রজাপতি
হা হা হা হা হা
লা লা লা লা লা
লা লা লা লা লা
লা লা লা লা
লা লা লা লা
সেই কথাটি কী ছিল তোমার
বলতে চেয়েও আজও বলো নি
ও হো হো
সেই কথাটি কী ছিল তোমার
বলতে চেয়েও আজও বলো নি
ইচ্ছে যদি হয় কাছে এসে
হাতটি ধরো
ইচ্ছে যদি হয় কাছে এসে
হাতটি ধরো
গাঁয়ের পথে আজ আমরা দুজনে
হারিয়ে যাবো
তুমি পাশে তাই এ দিনটাকে আজ
ও হো হো
তুমি পাশে তাই এ দিনটাকে আজ
অনেক ভালো লাগে
হা হা হা হা হা
লা লা লা লা লা
লা লা লা লা লা
লা লা লা লা
লা লা লা লা
সেই কথাটি কী ছিল তোমার
বলতে চেয়েও আজও বলো নি
ও হো হো
সেই কথাটি কী ছিল তোমার
বলতে চেয়েও আজও বলো নি
মন যে আমার জেনে গ্যাছে
ও হো
মন যে আমার জেনে গ্যাছে
তোমার মনের
সেই কথাটি
০৬ ডিসেম্বর ২০২৪
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সহেলিয়া
(খলিল মাহ্মুদের সুরে ও তার কণ্ঠে গাওয়া গানের 'মুখ' ও ১ম অন্তরা এ-আই-তে আপলোড করা হয়।
আপলোডেড গানের উপর ভিত্তি করে খলিল মাহ্মুদের সুরে পুরো গানটি এ-আই সহেলিয়ার কণ্ঠে কভার করে)
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - সেই কথাটি কী ছিল তোমার
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
বোনাস
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



