
গানটার ৩টা ভার্সন করা হয়েছে। আমার ভার্সনগুলোর ব্যাপারে এ পোস্টে একটু নোট দিই। 'কভার সং' জেনারেট করতে যেয়ে যতগুলো প্রায়-নির্ভুল ভার্সন পাওয়া যায়, সেগুলোর সবকটাই রেখে দিই। একেবারে শতভাগ নির্ভুল গান, আমার সুরে ও শুদ্ধ উচ্চারণে, পাওয়া ভাগ্যের ব্যাপার। ট্রাই করতে করতে যতগুলো ভালো লাগে, সেগুলো সবই রেখে দিই। এজন্য একটা গানের এতগুলো ভার্সন হয়।
মুক্তিপাগল বীর জনতা চুপটি করে রইবে না
শোনো
স্বাধীনচেতা বীর জনতা চুপটি করে রইবে না
স্বৈরাচারীর শোষণ পীড়ন নির্বিবাদে সইবে না
মুক্ত তাদের কণ্ঠ এবং মুক্ত তাদের হাত
হত্যা, জুলুম, গুম, ধর্ষণে সোচ্চার প্রতিবাদ
অত্যাচারের মাত্রা যখন করবে সকল সীমা লঙ্ঘন
সংঘবদ্ধ বীর জনতা গুঁড়িয়ে দিবে স্বৈরাচারীর হাত
স্বৈরাচারের সিংহাসনে কেউ টেকে নি এ সোনার দেশে
কেউ ঢুকেছে জেল হাজতে, ভিন দেশে কেউ পালিয়ে গেছে
শোনো সকল তোমরা শাসক বিপ্লবীদের বার্তা শোনো
তোমার ভাগ্য গড়ছো তুমি গড়ছে তোমার জনগণও
অত্যাচারের মাত্রা যখন করবে সকল সীমা লঙ্ঘন
সংঘবদ্ধ বীর জনতা গুঁড়িয়ে দিবে
তোমার স্বৈরাচারী হাত
১৩ মে ২০২৫
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু
গানের লিংক।
১। ভার্সন-১। প্লিজ এখানে ক্লিক করুন - বীর জনতা
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
২। ভার্সন-২। প্লিজ এখানে ক্লিক করুন - বীর জনতা
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
৩। ভার্সন-৩। প্লিজ এখানে ক্লিক করুন - বীর জনতা
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২৫ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



