ক’দিন ধরে বেশ আক্ষেপ ছিল দেশে বর্ষা চলে যাচ্ছে, অথচ আমার ঝমঝমিয়ে বৃষ্টি দেখা হলনা। অনেকেই শুনে মুখ বেঁকিয়েছে- ‘অমন আল্লাদীপনা বিদেশে গেলে সবাই করে! ঝমঝমিয়ে বৃষ্টি দেখার এত শখ তো দেশে থাকলেই হয়’। কোন দুঃখে বিদেশে হেঁদে আছি তা আমার তাদেরকে বুঝাতে বয়েই গেছে। অতএব আমি নিজেই আমার আক্ষেপ নিয়ে গুমড়ে মরি। কিন্তু আমার আক্ষেপকে অস্ট্রেলিয়ার প্রকৃতিও যেনো ভেংচি কাটতে ছাড়লোনা! দু’দিন ধরে সেই অস্ট্রেলিয়ান ‘বিড়-বিইড়্যা’ বৃষ্টি। পুরোপুরি ভিজাও যায়না, আবার শুকনাও থাকা যায়না। সে এক মুশকিল! বিরক্তির চূড়ান্ত। এখনো ড্রাইভিং লাইসেন্স নাই। অতএব দুই ‘ঠ্যাং’এর এগাড় নাম্বার গাড়িই ছিল ভরসা, টুক টুক হেঁটে হেঁটে সারাক্ষন ঘুরে বেড়াই অচেনা রাস্তায়, হঠাৎ মন বেশী খারাপ হলে অজানা কোনো জায়গার টিকেট কেটে ট্রেনে উঠে গিয়ে শরৎচন্দ্রের নায়িকাদের মত ‘আকাশ ছেঁদা করে দেয়া’ দৃষ্টিতে ট্রেনের জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা… সেই সব দু’দিন ধরে বন্ধ! বিরক্তি চেপে বারান্দায় টিপ টিপ পড়া ফোঁটায় ভিজতে চেষ্টা করতে করতে বুক ফাটা প্রার্থনা- ‘বিড়বিইড়্যা বৃষ্টি তুই ঝমঝমিয়ে নাম! যা চাবি তাই দেব, শুধু একবার ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই দেখনা!’
আমার প্রার্থনাও কীভাবে বুমেরাং হয়ে ফিরে এল সে কাহিনী শুনাই। সেহরী খেয়ে মাত্র চোখ লেগে এসেছে। কপালের উপর ‘টুপ!’ কপালে হাত দিয়ে দেখি ভেজা। একদম শিউর হয়ে গেলাম- আমি এখন স্বপ্নে। তাই নিশ্চিন্তে ভেজা কপালে হাত রেখেই চোখ বুঁজে থাকলাম। এবার হাতের উপর ‘টুপ!’ আরে, কী মুশকিল, স্বপ্ন এত জীবন্ত হয় কী করে?! চোখ খুলে দেখি আসলেই টুপ টুপ করে পানি পড়ছে আমার চারপাশে!... ঝট করে উপরে তাকিয়ে দেখি স্বপ্ন না, বাস্তবেই রুমের সিলিং বেয়ে টুপটুপিয়ে বৃষ্টি পড়ছে আমার খাটে! কীসের ঘুম কীসের কী, দৌঁড়াদৌঁড়ি করে সবাই মিলে খাট সরানো, কার্পেট গুটানো, এবং কোন কোন পয়েন্ট থেকে বৃষ্টি পড়ছে তা খুঁজে খুঁজে বের করে রান্নাঘরের ডেকচি পাতিল এনে বরাবর তার নীচে রাখা!
(রুমের দুই কর্ণারের দুই ক্র্যাক পয়েন্ট!)
এজেন্টকে ফোন করা হল।
অবাক হয়ে বললাম- এ কি বাংলাদেশ? আমাদের দেশে তো টিনের চাল ছিদ্র হয়ে এমন ফোঁটা পড়ে, তাও যখন ঝমঝমিয়ে বৃষ্টি নামে তখন!
এজেন্ট বলে- এটা ঠিক করা আমার দায়িত্ব না, যারা বিল্ডিং বানিয়েছে তাদেরকে খবর দিতে হবে।
হাবিজাবি এই সেই, মোদ্দা কথা আরো একসপ্তাহ অপেক্ষা করতে হবে।
-এর মধ্যে বৃষ্টি হলে কী হবে?
-কিছু করার নেই। একটাই ভরসা যদি আর বৃষ্টি না হয়।
বুঝলাম অস্ট্রেলিয়ার ঝমঝমিয়ে বৃষ্টিতে কাজ নেই আমার। টুপটাপ দু’এক ফোঁটাতেই এই অবস্থা, আমার দেশের মত বৃষ্টি হলে না জানি কী হত!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



