ছাত্র উপদেষ্ঠার মেয়ে বলে কথা। চবিতে নকল ধরা পড়েও শাস্তি পায়নি এক ছাত্রী।
পরীক্ষায় নকল করতে গিয়ে হাতেনাতে শিক্ষকের হাতে ধরা পড়েও বহিস্কৃত, এমনকি ন্যুনতম তিরস্কৃতও নয়। বহাল তবিয়তে পরীক্ষা দিয়ে তিনি এখন গৌরবের আসনে। চাঞ্চল্যকর এ ঘটনার জন্ম দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী তাসমিয়া তওহিদ কাহিন। তাসমিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্ঠা ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর তৌহিদ হোসেন চৌধুরীর মেয়ে।
গত মঙ্গলবার দ্বিতীয় বর্ষ ফাইনাল পরীক্ষায় ২০৮ নম্বর কোর্সে নকল করা অবস্থায় হাতেনাতে ধরা পড়েন কোর্স শিক্ষক আতিকুর রহমান ও দায়িত্বরত শিক্ষক শাহাব উদ্দিন নীপুর হাতে। তার কাছ থেকে উদ্ধার করা হয় অনেক কাগজপত্র। কিন্তু প্রভাবশালী শিক্ষকের মেয়ে হওয়ায় শিক্ষকদ্বয় দীর্ঘক্ষণ শলাপরামর্শ করে তাসমিয়াকে তিরস্কৃতও না করে পরীক্ষার সুযোগ করে দেয়।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ইতঃপূর্বে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রিয় শিক্ষার্থীকে নকল করা অবস্থায় ধরেও ন্যুনতম শাস্তিমুলক ব্যবস্থা না নেয়ার নজির আছে।
(দৈনিক নয়া দিগন্ত, ১৭/০৯/২০০৯)
----------------------------------------------------------------------------------
কিছুদিন পূর্বে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই ছাত্রলীগ কর্মীর ছাত্রী লাঞ্চনার প্রতিবাদে আন্দোলনকারী ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুর রহমান রোকনকে এই ছাত্র উপদেষ্টা তৌহিদ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে অবৈধভাবে শিক্ষক লাঞ্চনার অভিযোগে এক বছরের জন্য বহিস্খার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
View this link
যারা ন্যায্য আন্দোলন করে তাদেরকেই উল্টো শাস্তি দেয়া হয় আর অপরাধ করেও উপদেষ্টার মেয়ে বলে কিছুই করা হয় না!!!!!!!
আমরা তাহলে কোন গণতান্ত্রিক দেশে বাস করছি?????????
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




