এম.পি’র শ্যালক তাই....
বাকি টাকা চাওয়ার অপরাধে রাজশাহীর বাঘার আড়ানী জনতা সুপার মার্কেটের লক্ষী স্টোরে এম.পি শাহরিয়ার আলমের শ্যালক যুবলীগ ক্যাডার মিন্টু হামলা চালিয়ে ভাংচুর ও দোকান মালিককে মারধর করে আহত করেছে। গত বুধবার রাত সাড়ে ৮ টার ঘটনাটি ঘটে।
জানা যায়, আগের টাকা পরিশোধ না করেই আবার বাকিতে কসমেটিকসামগ্রী না দেয়ায় স্থানীয় আড়ানী চকসিংগা গ্রামের মাহাতাব আলীর ছেলে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এম.পি শাহারিয়ার আলমের শ্যালক মিন্টু (৩৬) হামলা চালিয়ে ওই দোকানে বসে থাকা জিতেন হালদারকে (২৫) মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় লক্ষী স্টোরের মালিক এমপি’র কাছে অভিযোগ করেও সুষ্ঠু বিচার পান নি বলে জানিয়েছেন।
সূত্র: দৈনিক নয়া দিগন্ত, ২৭ সেপ্টেম্বর ২০০৯
************************************************
ব্যাপারটা হচ্ছে আমাদের দেশটাকে শোষক শ্রেণীর রাজনীতিবিদরা ও তাদের পদলেহী সুবিধাভোগীরা নিজের বাপের সম্পদ বলে মনে করে, জনগণের না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




