বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠার দাবি
বৈশ্বিক উষ্ণায়নের ফলে উন্নয়নশীল দেশগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর এ ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় অর্থসহায়তা দিতে গড়িমসি করছে। এ কারণে বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী রাষ্ট্রগুলোকে আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনসিডিন বাংলাদেশ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান ইনিসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক একেএম মুশতাক আলী।
তিনি বলেন, এ আদালত প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলো ক্ষতিপূরণ আদায়ে মামলা করতে পারবে। এছাড়াও তিনি জাতিসংঘের আসন্ন সম্মেলনে জলবায়ু নীতিকে প্রভাবিত করতে বাংলাদেশের নাগরিকদের মতামতের বিষয়ে দেশব্যাপী গণসচেতনতা তৈরির লক্ষ্যে একটি মোর্চা তৈরি করা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রতন সরকার, নাসিমূল আহসান, রকিবুল হাসান, মুশফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
**********************************************
জনগণের মৌলিক দাবীগুলোই যেখানে উপেক্ষিত সেখানে এসব বিষয় নিয়ে হৈ চৈ করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখার চেষ্টার প্রতিবাদ জানাই। আগে যদি দেশের সাধারন মানুষের জন্য ন্যুনতম স্বচ্ছল জীবন যাত্রা নিশ্চিত না করা যায় তাহলে এসব বিষয় নিয়ে সাধারন মানুষের আগ্রহ থাকবে না।
এর জন্য দায়ী ভোগবাদী সংস্কৃতি। এটা প্রতিরোধ না করে কোন লাভ নেই। আমাদের তরুন প্রজন্মকে ভোগবাদীতে পরিণত করতে বিদেশী শক্তিসমূহ সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে সেটাকে প্রতিরোধ করাও জরুরী।
তথ্যসূত্রঃ দৈনিক আমাদের সময়
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




