এ কাজটা করার দরকার আমাদের পার্লামেন্টের: বিল আনার দরকার যে, পার্টি-প্রধান দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হতে পারবে না, এবং ২ বারের বেশী কেহ এসব পোস্টে যেতে পারবে না। কিন্তু হাসিনার ২৭০ টি কলাগাছ এমপিদের মেধা এতটুকু কখনো ছিল না।
ফলে, এ আওয়াজ আজ জনতাকেই তুলতে হবে; শাহবাগকে ক্রমেই দেশের সমস্যাসমুহ নিয়ে কথা বলতে হবে, সমাধান নিয়ে কথা বলতে হবে। শাহবাগের প্রাথমিক উদ্দেশ্য সফল হয়েছে: কাদের মোল্লা, গোলাম আজম, নিজামী, মুজাহিদ, সাইদীরা মুছে গেছে! শুধু সন্দেহ থেকে যাচ্ছে মীর কাশিম আলী ও সাকা চৌধুরীকে নিয়ে। এখন শিবির ও জামাতকে নিস্ক্রিয় করা ও একই সাথে দেশের মুল সমস্যাগুলোর দিকে তাকাতে হবে, সমাধান নিয়ে ভাবতে হবে!
হাসিনার ৩২ বছরের, ও খালেদার ৩০ বছরের রাজনীতির প্যাটার্ণ থেকে বাংগালীদের বুঝা উচিত যে, জাতি নিজ পায়ে কুড়াল মেরেছেন: মেধাহীন মানুষকে ক্ষমতা দিয়ে জাতি ভুলভাবে গড়ে উঠছেন!
কিন্তু হাসিনা ও খালেদা জাতির সবচেয়ে বড় ২ টি পার্টিকে দখল করে, এমনভাবে চালিত করছে যে, জাতি এদের জালের বাহিরে যেতে পারছে না। এ জাল ছেঁড়ার ক্ষমতা ছিল পার্লামেন্টের হাতে; তারা এ ২ দৈত্যকে কন্ট্রোল করতে পারতো; কিন্তু ওরা নিজেরাই ২ দৈত্যের সেনাবাহিনীতে পরিণত হয়ে জনতার বিপক্ষে অবস্হান নিয়েছে।
তাই জনতাকে ক্রমে সবকিছুর দায়িত্ব নিতে হবে। যদি মনে হয়, এখনো সময় হয়নি, তা'হলে মগজের কোণে ধরে রাখলেই হবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




