ভয়াবহ বিস্ফোরন ঘটাল ব্রিটেন থেকে প্রকাশিত দ্যা টেলিগ্রাফ '। শামসুল হক নান্নু
মাওলানা নিজামীর বিরুদ্ধে স্বাক্ষ্য দেওয়া সরকারপক্ষের একজন স্বাক্ষী সম্প্রতি তিনি ফাঁস করে দিলেন জামায়াত নেতাদের ফাঁসিতে ঝুলাতে সরকারের কিছু ভয়াবহ চক্রান্তের কথা। দ্যা টেলিগ্রাফের সৌজন্যে পাওয়া সেই চাঞ্চল্যকর ভিডিও টেপের মুল অংশ তুলে ধরা হলঃ
১) নান্নু বলেন, “মামলার সরকারপক্ষ ৪-৫ জন স্বাক্ষীর একটা সিন্ডিকেট তৈরী করল। আমি সেই স্বাক্ষীদের একজন।আমাদের ক্যান্টলমেন্টে নিয়ে যাওয়া হল। সরকার আমাকে চার পাঁচটা মামলার প্রধান আসামী করে দিল।
২) নান্নু বলেন, “শেখ হাসিনা মাসের ৪ তারিখ আমার সাথে দেখা করেন
এবং বলেন যে আমাকে স্বাক্ষী দিতে হবে। তিনি বললেন, “তুই স্বাক্ষী দিয়ে দে। আমি তোকে মুল্যায়ন করব’’।
৩) নান্নু ফাঁস করে দিলেনযে যুদ্ধাপরাধের বিচার ইস্যুটাতে সরাসরি আর্মির
involvement আছে। শেখ হাসিনার ডান হাত বলে খ্যাত লে.জে. ইমরুল কায়েসের নেতৃত্বে মিলিটারির একটা ইন্টিলিজেন্স বিভাগ
ব্যাপারটা হ্যান্ডেল করছে।নান্নু বলেন,“ইমরুল কায়েসকে পরবর্তী সেনাপ্রধানকরা হবে।ছেলেটাই আমাকে ক্যান্টলমেন্টে নিয়ে স্বাক্ষী দিতে বাধ্য করেছে"।
৪) এরপর নান্নু বললেন, কিভাবে তাকে স্বাক্ষ্য দিতে বাধ্য করা হল। নান্নু বলেন, “আমার ছেলে BCS –এ ASP পদে চাকরি পেয়েছে।কিন্তু তাকে আউট করে দেওয়া হয়েছে”। তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর সাথে আমার
একটা বোঝাপড়া হল। টুকু বলল,“তুমি মুক্তিযোদ্ধা। নিজামীর বিরুদ্ধে তোমাকে যেভাবে স্বাক্ষী দিতে সেভাবে স্বাক্ষী দিবা।তাহলে তোমার
ছেলের চাকরি বহাল থাকবে।অন্যথায় পুলিশ ইনভেস্টিগশনে তোমার ছেলের নাম বাদ দেওয়া হবে।এছাড়া আমার ছেলের বিরুদ্ধেও মামলাও
দেওয়া হয়েছে যাতে কোনভাবেই চাকরিতে জয়েন করতে না পারে।
তখন আমি ছেলের চাকরির জন্য টুকুর কাছে স্যারেন্ডার করলাম। টুকু বলল,“আমি তোমার ছেলেকে চাকরি দেবে কিন্তু তোমাকে নিজামির মামলার চাক্ষুসস্বাক্ষী হতে হবে”।এছাড়া আর্মির ডিজিএফআই প্রধান বলল, “স্বাক্ষী আপনাকে দিতেই হবে,ইচ্ছা হলেও দিতে হবে,অনিচ্ছা হলেও দিতে হবে কারন সরকার আপনার উপর depend করছে”। আর এভাবেই আমাকে নিজামীর বিরুদ্ধে স্বাক্ষ্য দিতে বাধ্য করা হল।(vp)
৫)নান্নুর ভাষ্যমত, “ওরা বলল ওরা আমাকে পিক আপ করে নিয়ে যাবে,
রিহার্সাল করাবে, যা বলবে তাই স্বাক্ষী দিতে হবে। অন্যথায় RAB
আমাকে নিখোজ করে ফেলবে”।এছাড়া বলল, “যদি আমি তাদের
শেখানোর বাইরে কোন কথা বলি তারা আমাকে মামলায় জড়াবে এবং গ্রেফতার করবে’’
৬)নান্নু বলল, “এদের যা view দেখলাম, হাসিনার সাথে কথা বলে,
এরা যেকোন প্রকারে ক্ষমতায় আসবে আর তাতে যদি বহু লোক
মেরে ফেলতে হয়, তাও ফেলবে’’।
৭)নান্নুর ভাষ্যমত, হিটলারের পঞ্চম বাহিনীর মত RAB এর মধ্যে টুকুর
একটা নিজস্ব বিশেষ বাহিনী আছে।এরাই যখন ইচ্ছা, যাকে ইচ্ছা ধরে নিয়ে যায়।
৮) নান্নু বলল, “এই শয়তানগুলোকে ভয় পাচ্ছি কেন জানেন? এরা মানুষ না। কথা না শুনলে এরা যে কাউকে মেরে ফেল
ফেসবুকে দেখুন ভিডিওটি এখানে ক্লিক করে। দেখুন হাসিনার কেলেঙ্কারী
আগে যারা স্কাইপে কেলেংকারী মিস করেছেন তারা দেখুন নিচের ভিডিওটি
এই হচ্ছে বিচারের নমুনা। অবশ্যই যুদ্বাপরাধের বিচার হতেই হবে। তাই বলে বিরোধীদের ফাসাতে ক্ষমতার এত অপব্যবহার ???
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



