১) গত শুক্রবার বিকালে সাতক্ষীরা সদর থানার ৬ নং ভোমরা ইউনিয়নের পদ্ম শাঁখরা গ্রামের শহর আলীর ছেলে আবু হানিফ( ছোটোন) কে চিংড়ী ঘের থেকে আটক করে নিয়ে যায় ৪ জন ডিবি পুলিশ একটি কালো মাইক্রোবাসে করে। পরে ডিবি পুলিশ তাকে যৌথবাহিনীর কাছে হস্তান্তর করে। যৌথবাহিনী তাকে নিয়ে রাতে বিভিন্ন জায়গায় ঘুরে এবং ভোর ৫ টার দিকে পাশের গ্রাম ভোমরায় নিয়ে গিয়ে তাকে গুলি করে। ঘটনাস্থলেই সে মারা যায়। ছটোন (১৪) মাদ্রাসায় অষ্টম শ্রেনীর একজন ছাত্র
২) বোনের বাড়ীতে বেড়াতে গিয়েছিলেন মোশাররফ হোসাইন । ২৪বছর বয়েসী যুবক, মেধাবী ছাত্র।। মোশাররফ চোর, ডাকাত, সন্ত্রাসী, ধর্ষক, ছিনতাইকারী বা এ ধরণের কোন অপরাধের মামলার আসামী না হলেও মিরসরাই থানা পুলিশ তাকে তার বোনের বাড়ী থেকে গতকাল ভোর ৪:০০টায় ধরে নিয়ে আসে। আজ সকাল বেলা মোশাররফের লাশ পাওয়া যায়।
সাতক্ষীরায় যৌথ বাহিনীর তান্ডবের ভয়ঙ্কর চিত্র :
অদ্ভুদ এই দেশ। এদের জন্য কেউ কাদে না। কেউ টকশোতে কথা বলবে না। কারণ এদের মানবাধিকার নাই। এরা মানুষ না। এদের হত্যা করা বৈধ। আজকে যারা এইসব অবৈধ হত্যাকান্ডের বিরুদ্বে কথা বলছেন না। তারা ও সরকারের এই গুন্ডামি থেকে রক্ষা পাবেন না। জানেন তো নগরে আগুন লাগলে দেবালয় ও রক্ষা পায় না
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




