রাত ০২:০৩
আমার ধারণা, অধিকাংশ মানুষই তাদের প্রথম ব্লগ এন্ট্রি'র নাম দেয় "শিরোনামহীন"। হঠাৎ একটা ব্লগ খুলে বসে লেখার কিছু পায় না বলেই হয়তো দেয়। আমিও দিলাম। অর্থহীন কাজ করতে মাঝে মাঝে ভালো লাগে।
করার একদমই কিছু পাচ্ছি না। যদিও ফাইনাল'স উইক; পুরোদমে পড়াশোনা করা উচিৎ। ফ্লুইড ডাইন্যামিক্মে'র একটা জটিল চ্যাপ্টার শেষ করে পড়াশোনা'র উৎসাহ হারিয়ে ফেলেছি। এনার্জি ড্রিঙ্ক খেলে যেমন কিছুক্ষণ পর ক্র্যাশ হয়, অনেকটা সেরকম। অতএব বিরতি নেওয়ার জন্য, আর মাথার খুলিটাকে সমপরিমাণ ঠাণ্ডা করার জন্য লিখছি। কি? অনেক একঘেয়ে লাগছে? লাগলে লাগছে।
কতদিন বাংলা লিখি না! আমার ছোট ভাই আমাকে বিজয় দশ আঙুলে টাইপ করতে দেখে হাসাহাসি করছে। হাসলে কি? আমি কিছুটা পুরোনো দিনের মানুষ বৈ কি।
আচ্ছা আজকে এখানেই শেষ। ঘুম পাচ্ছে খুব। আপনারা বলেছেন, ভালো ভালো লেখা না দিলে প্রথম পাতায় ঢুকতে দেবেন না। তাতে আমার বয়েই গেল। (কথাটা যদিও সত্যি না পার্ট নেওয়ার জন্য লেখা)
হঠাৎ করেই খেয়াল করলাম, অর্থহীন আর শিরোনামহীন বাংলাদেশে'র বেশ বিখ্যাত দুইটা ব্যান্ডের নাম।
যাই ঘুমাই .. "আবোল তাবোল লেখার আমার কবিতা'র খাতা" ফেলে ...।
কবিতা হচ্ছে না ছাই হচ্ছে?
ছাই'ই হচ্ছে।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




