তবে এবার পুরোটাই উল্টে গেলো ...আগের দিনই ঠিক করা ছিলো সকালে বাহির হবো, দেখা করবো একজনের সাথে। তাই বন্ধুদের আগেই বলে রেখেছিলাম সকালে বেশীন সময় দিতে পারবোনা। নামাজ পড়ে বাসায় এলাম, বন্ধুরা সবাই উপস্থিত। পাশেই বন্ধুর বাসায় ঈদ আড্ডা দেওয়ার জন্য রওনা হলাম।গেইটে ভাইগনারা উপস্থিত । আড্ডায় না গিয়ে চলে এলাম বাসায়। এবার ওদের চাপাচাপিতে গেলাম খালার বাসায়। এরই মাঝে জানতে পারলাম সকালে আগের সিডিউল পরিবর্ত ত হয়ে বিকেলে চলে গেছে...
সে সময়ের প্রতিায় সময় চলে গেলো বেশ দ্রুত।অবশেষে সময়টা এলো।বিকেল থেকে সন্ধ্যার ও কিছু সময় পর পর্যন্ত কাটালাম কিছু চমৎকার সময়।পুরোটাই ভিন্নরকম.... মনে থাকবে.....
তারপর চড়ে বসলাম রিকশায় ...ইচ্ছে আজ লম্বা একটা রিকশা ভ্রমন দিয়ে ফেলি।গন্তব্য যদিও দুরে তথাপি 40টাকা দিয়ে একটা রিকশা ঠিক করে ফেললাম।ফাকা রাস্তা দিয়ে রিকশা বেশ গতি নিয়েই চললো। যেন হাওয়ার বেগে যাচ্ছে। রাস্তা বেশ দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তাই রিকশাওয়ালকে বেশ খানিকটা রাস্তা ঘুরিয়ে তারপর গন্তব্যে চলে এলাম।অবশ্য ঘুরতি পথের কারনে রিকশাওয়ালাকে আরো 15টাকা বেশী দিতে হলো...
সবার কেমন কাটলো???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

