ছুটে চলা বেশ জ্যামিতিক।
কারো বেলা এক সরলরেখা
কারো বৃত্তাকার,
যেনো বেলা শেষে বাড়ি ফিরে আসা
অথবা, প্রতীক্ষা হারানো প্রেমিকার।
সবারই ছুটে চলা বেশ জ্যামিতিক
শুধু আমার বেলা নিয়ত বিপরীত,
স্মৃতি থেকে গন্তব্য মুছে যাচ্ছে
মুছে যাচ্ছে নাম'সহ নারী,
যেন লাইন থেকে ছিটকে পড়েছে
বীভৎস ট্রামগাড়ি।
আমার ছুটে চলা
নাম'সহ নারীর মুছে যাওয়া বেশ সাংঘর্ষিক জ্যামিতি।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


