গতরাতে ঝুলবারান্দায় পরজীবী মানসকন্যা এক
খুলেছিল কৌমার্য খোলস
আমি তখন অবতারের মুখোশ পরে
রাধা দূর অস্ত।
কি নাম তবে তোর
গোপন দাগের ঋণ দিয়েছি, তোর শরীরে এঁকে।
অবাধ্য চোখের সখ্যতায়
সারারাত সর্বংসহা নদী পেড়েছি।
ক্রমশ বিলীন নিশির ডাক
তোর পাথুরে বুক হয়েছে ধূলিধূসর।
কেউ মেনেছে, কেউ আঙুল তুলেছে
কেউ আবার চেয়েছে ব্রহ্মাণ্ড লীন।
বুকে পুষেছি আগ্নেয়গিরি
সারা রাত কত জোয়ার ঘর থইথই,
শরীরজুড়ে গোপন দাগ
ভেবেছিস তখনো আমায় অবতার।
কই কিচ্ছু না
তোকে ভাবছিও না এক মুহূর্ত মোটে
চিহ্নতো নেই, শুধু তোর প্রথম গন্ধ ঠোঁটে।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৩ রাত ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


