তোকে অবহেলা করবোই সে তুই যাই বলিস,
তোদের প্রতি অবহেলা অযৌক্তিক নয়।
তোর পাল্টে যাওয়া খোলসের পীঠে
ফেটেছে আমার অসীম হাজার স্বপ্ন বুদবুদ
তোকে নয় প্রশ্রয়
আর নয় গড়ন
তোর বনবাস বাঁধা,
আমার হাসিগুলো খুলে দিলাম কিছু সুখের খোঁজে।
তোকে রাস্তায় নামাবই সে তুই যাই বলিস,
তোরা যারা রাস্তায় আছিস,
তোদের হাতের নীড়ে সস্তায় গুঁজে দেয়া অসংখ্য পুরুষের ভিড়।
এভাবে বেড়ে উঠুক তোর দেনার ভার।
জমে উঠুক আমার মুখ ফিরিয়ে নেয়ার দায়
তোর হাতেই যেন সুখ খুঁজে নেয় রাস্তার সকল আঁধার পাগল,
সস্তায় গুঁজে দেয়া পুরুষের দল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


