কোন স্থান নেই, নেই সময় তবু অবকাশ ভাবনা
অস্তিত্বচারী সবই বস্তুতঃ মুলবদ্ধ।
আমি বলি অস্তিত্ব ভাবনা বৃথা
তবু আমার টেবিল জুড়ে অস্তিত্ববাদী সকল আশাসঞ্চারী
কোনো সময় নেই স্থানের কোনো অবকাশ থাকে না
অসম সমীকরণে চলছে কীসব?
হতে পারে,
উত্তর-পুরুষের দোষ তখন প্রজন্মের দোষে দুষ্ট।
চারদিকের সম্পর্ক-সকল কবিতায় স্কেচ
কোথাও ছন্দময় আবার কোথাও ভারী গদ্যময়।
যেখানে সম্পর্কের আচ পাওয়া দায়
সেখানে জমায়েত বিপ্লবী আর অনুবাদী কবিতার সমকাম,
হতে পারে,
উত্তর-পুরুষের দোষ তখন প্রজন্মের দোষে দুষ্ট।
সকল চাওয়া পাওয়ার মাঝে ফারাক বিশাল
যেখানে চলছে অপেক্ষা আর অপেক্ষা আর অপেক্ষার পালা,
প্রাপ্তির আনন্দ এখন আর নেই বলে কিছু
হয়তো আশাহত হওয়ার কিছু নেই,
আবার আশাই সব।
কিংবা হতে পারে,
উত্তর-পুরুষের দোষ তখন প্রজন্মের দোষে দুষ্ট।
স্নিগ্ধ শোভনের জন্মদিনের উপহার। কবিকে উৎসর্গ। শুভ জন্মদিন বন্ধু।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


