
ইলান মাস্ক ট্রাম্পের সাথে যোগ দিয়ে ১ম যেদিন আমেরিকার সরকারী কর্মচারীদের চাকুরী কাটছিলো, সেইদিন আমি ১টি পোষ্ট দিয়েছিলাম; আমার মনে হয়েছিলো ইলান মাস্ক'এর সময় শেষ!
আজকে, ৫ই জুন সেটাই ঘটেছে! মনে হয়, ট্রাম্প ইলানের ব্যবসার ভয়ংকর ক্ষতি করবে, কিংবা সুযোগ মতো ইলানের সম্পদের বিশাল অংশ দখল করে নিবে।
গত কয়েকদিনের থেকে ইলান ট্রাম্পের বাজেট বিলের বিপক্ষে কথা বলছিলো; আজকে ট্রাম্প সেটাকে নিয়ে লেগে গেছে। ট্রাম্প বলেছে যে, ইলানের কোম্পানীগুলো সরকারের সাবসিডি পাবে না ও সরকারী সব কন্ট্রাক্ট কেটে দিবে। ইলানও মগজ হারিয়ে লেগে গেছে। সে ট্রাম্পের নারীঘটিত ব্যাপার নিয়ে ভিডিত ছেড়েছে; ইহা ছোট ছেলের থেকেও বড় ভুল।
ট্রাম্প চাইলে ইলানকে আমেরিকা থেকে বের করে দিতে পারবে। এবং সেটা করাটা ট্রাম্পের পক্ষে কিছুই না। এদিকে ইউরোপ ও আমেরিকার বেশীরভাগ মানুষ আমেরিকার সরকারী কর্মচারীদের পক্ষে নিয়ে ইলানের গাড়ী কেনা বন্ধ করে দিয়েছে।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০২৫ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




