
আছে, মুসলমানদের খুব একটা ভয় করে না শুধুমাত্র দক্ষিণ আমেরিকার রেড-ইন্ডিয়ানরা; এরা পড়ালেখা জানে না বললেই চলে, এবং এখনো মোটামুটি রিমোট এলাকায় বাস করে।
আমেরিকানরা মুসলমানদের ভয় করে, অনেক ভয় করে; একজন আমেরিকানের তুলনায় ১ জন আরব কিছুই না; তা'হলে, তাকে ভয় করার কারণ কি? ভয় করার কারণ হলো, মুসলমানেরা আমেরিকায় পিএইচডি করলেও, তারা আমেরিকার সংবিধান মানে না; এরা কুরানের রীতিনীতি মানে; এরা কি করবে কেহ ধারণা করতে পারে না। এর বাইরে, যেসব মুসলান মাইগ্রেন্ট হিসেবে আসে, তারা নিজ দেশে কি করে এসেছে এরা সান্দিহান, তাদের শিক্ষা ও সামাজিক আচরণ'এর উপর এদের কোন আস্হা নেই।
বাংগালী মুসলমানের অনেক আগেই আফ্রিকান, আরবী ও পাকিস্তানী মুসলমানদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলো আমেরিকানরা। বাংগালীদের নিয়ে আমেরিকান পুলিশ বিচলিত, এরা জালিয়াতিতে ৪ নং। বাংগালীরা জংগী হিসেবে ভীতির কারণ নয়। কিন্তু তারা আমেরিকান সংস্কৃতিকে আজো সন্মান করে না।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




