
আমেরিকান দুতাবাস হাত ধুয়ে লো-প্রোপাইলে চলে যেতে চায়; বাইডেনের পক্ষের কুটনীতিবিদরা ড: ইউনুস ও পাকিস্তানের অংশ গ্রহনের মাধ্যমে ভয়নাক এই ক্যু করেছিলো; কিন্তু ট্রাম্প ও তার অূসারীরা বাংলাদেশের মতো গরীব দেশে এই ধরণের ক্যি'এর পক্ষে যাবে না; তারা বাংলাদেশ, ইয়েমেন, সুদান, নাইজেরিয়া বা আফগানিস্তান নিয়ে চিন্তিত নয়; তারা ভিক্ষকুকের বাড়ীতে মেজবানের মেহমান হওয়ার মতো লোকজন নয়।
বাইডেনের পক্ষের লোকজন ওয়াশিংটনে এখন লো-প্রোফাইলে আছে; আমাদের দেশের দুতাবাসের লোকজনও ট্রাম্পের ভয়ে আছে: কোনদিন সে ক্যু'এর কারণ চেয়ে বসে!
দুতাবাস মিলিটারী ও ড: ইউনুসের হাতে নির্বাচন করার দরকারী নির্দেশনা দিয়েছে বলে মনে হয়; ইউনুস চেষ্টা করছে বিএনপি'র সাথে মিলেমিশে থেকে যাবার জন্য। সেনাবাহিনী ইউনুসকে পছন্দ করার কথা নয়, কিন্তু দুতাবাস এখনো ইউনুসের পক্ষে। ফলে, গোজামিল দিয়ে কোনভাবে একটা নির্বাচন হয়ে যাবে; ফলাফল দিবে মিলিটারী।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




