
মুসলিম সংস্কৃতি মানুষের স্বাভাবিক বুদ্ধিমত্তার বিকাশ ও জ্ঞান অর্জনের পরিপন্হি। যদিও মোল্লারা বলে যে, ইসলাম শিক্ষা উপর জোর দেয়, উহা কথার কথা; কারণ, তারা শিক্ষা বলতে যা বুঝায়, ইহা আসলে মক্তব, মাদ্রাসার পড়ালেখা; যা আসলে মানুষের স্বাভাবিক ভাবনার জন্য ক্ষতিকর।
ইরান ৪৫ বছর মোল্লাতন্ত্রে আছে; তেলের পয়সা খরচ করে তারা সামরিক টেকনোলোজীতে বেশ এগিয়েছে; সাথে সাথে অনেক টেকনোলোজী কিনেছে। কিন্তু সামরিক বাহিনীর লোকদের আধুনিক যুদ্ধ নিয়ে ন্যুনতম জ্ঞানও নেই। কোন রকম যুদ্ধ ব্যতিত তারা ৮ জন জেনারেলসহ অনেক উঁচু পদের অফিসার হারায়েছে। ইসরায়েলের যুদ্ধবিমানগুলো স্বাধীনভাবে ইরানের আকাশে ঘুরে বেড়াচ্ছে, সব স্হাপনা ধ্বংস করে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২৫ ভোর ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




