সময় ! রোজকায় আমারে ভাবায়
ঐ সব, থিতু যা থাকে বাধানো কিছু ক্ষনে।
ধরে ফেলে যতটা চিল এক তড়িৎ থাবায়
হিসাবে পাইনা খুজে তাহার'ও নখুন, এমন ই সময় !
গড়ায়ে গড়ায়ে চলে, হাবাগোবা আঙ্গুলের ফাকে
নিমিশে মিলাবে সব, ফুরানো অতীতে!
তবু, আমরা রাখি নাই কি প্রশ্নে’র মুখ , মুখায়ে তার কাছে? কার কাছে?
দেখা যাবে 'আগামী’র দিন এক
শ্রাবন ক্ষেতে কাদার’ই মতন (ধীর)
রুপ খেড়ে দেবে তার ‘এখন’ এর বুকে,
বারবার ঘুরেফিরে মহাকাল যা-রে পারে না এড়াতে!
সেইরুপ ঘুমচুপ কাদার শ্রাবন !
পরাজিত ভাষা হলে, ভাবের শ্রাবন!
না-কি ভুলে যাওয়া ছবিটারে (নয়া ধরে) ,অবোধ নয়ন?
ঋতুরা যায়না বুড়িয়ে কখনও, বুঝি, চক্রেই আছে ‘মানুষ’ পরশ,
সোজা পথে হাটে না সময়, পৃথিবীতে,আমদের অতীতের বাড়ে না বয়স।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




