কখনো ভেবো না আমি উদঘাটিত সম্পূর্ণ
তোমার সাদামাটা দৃষ্টিনীড়ে
আসলে তোমার দেখা দ্বিমাত্রিক আমি নই
সবটুকু, থাকি মাত্রার উর্দ্ধে। বরং যখনই আমার
খোলা পৃষ্ঠা, এলোমেলো ওড়ায় জানালা বাতাস
মূলতঃ আমি গোপন ঔদ্ধত্বে খুলে দেই অর্গল
উড়ে যেতে দেই শুক-সারিকে।
আমি প্রস্তুত নই নামতে তোমাদের
এক হাঁটু জল-পঙ্কে, তোমাদের গ্রাম্য শালিস
আমি থোড়াই কেয়ার করি।
আমি বিকিকিনি করবো না আমায়
গোধূলীবেলায় ভেঙ্গে যাওয়া হাটে।
কারণ এখন আমি অনেক দূরে তোমার
সভ্যতাহীন অশীল পার্থিবতা থেকে।
জেনো খুব সহজে আমি চেনার তেমন নই
কেনার তো না ই।
![]()

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


