একদিনেই বুনেছি হাজারো কবিতা
আজ কবিতারা শুধু উদাস কাহিনী
অবসর ইতিহাস হয়ে গেছে সবই তা।
বলপয়েন্টরা আর লিখে না এখন
গোধূলী বাতাসে তো ভেঙ্গেছে জুড়ি
দখল নিয়েছে শ্বাপদ হাতুড়ী।
‘অপারগতা’
০৩ মার্চ ২০১৪, বায়তুল আমান আ/এ,চট্টগ্রাম
![]()
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


