
২য় শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার আগেরদিন আমাদের শিক্ষক বাংলা পরীক্ষার প্রশ্নফাঁস করে দেন; তিনি বলেন, কবি নজরুল ইসলামের "ভোর" কবিতার ১২ লাইন ও রবীঠাকুরের " আমাদের ছোট নদী" কবিতার ১২ লাইন পরীক্ষার খাতায় মুখস্হ লিখতে হবে।
২টি কবিতা ১২ লাইন করে আমার মুখস্হ ছিলো; আমি খুশী; ২/৪ জন বলতে লাগলো, কালকে পরীক্ষা, ১ বিকলে ২ কবিতা কি করে মুখস্হ করবো? আমি স্যারকে প্রশ্ন করলাম, "স্যার, বইতে ৩০টি কবিতা কবিতা আছে, এই ২ জনের কবিতা কেন আপনি দি্চ্ছেন?" স্যার বললেন,
-তোমরা যখন বড় হবে, তখন জানতে পারবে, এই ২ জন কবি অনেক অনেক জ্ঞানী ও খুবই শ্রদ্ধেয় মানুষ।
সাহিত্যকদের শ্রদ্ধের হতে হয়, জ্ঞানী হতে হয়, আধুনিক হতে হয়, ফিলোসোফার হতে হয়, ব্যক্তিত্ব-সম্প্পন্ন ও সৎ হতে হয়। ২/৪ লাইন পদ্য লিখলে কিংবা ১টা প্লট লিখতে পারলে কেহ সাহিত্যিক হয়ে যায় না।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




