
অপমান, অপদস্থ থেকে বাঁচার উপায় শিখাইনি? ওস্তাদ মগা শ্যামী পাহাড়ে বসেও এসবের সমাধান করতে পারে, আপনি সামান্য অসুস্থতার জন্যও ব্লগে মিলাদ দেননি, দোয়া করেছেন কার জন্য? খালেদা জিয়ার জন্য এয়ার এম্বুল্যান্সে রং করা হচ্ছে, কে বেশি দোয়ার ভাগিদার? এম্বুল্যেন্স চালক নাকি রং করা শ্রমিক,ঐটা আপনারা বের করবেন।
লিখছেন তো মন ভরে, ভুমিকম্পের সময় দেশে অনেক আলোচনা হয়, ঢাকা নাকি সিরিয়ার মত অবস্থা হবে, শুধু যুদ্ধ বিদ্ধস্ত ভাঙা বিল্ডিং। ইউনুস সরকার পীর সাহেব হতে গিয়েও মুরিদ হারাচ্ছে ধীরে ধীরে।আপনি ব্লগে লিখে অপমান থেকে বাঁচার পথ খুজেছেন,নিজে কি শিখেছেন, অপর কোন ভাবনা আপনার ভাবনার জগৎ আলোড়ন তুলেছিলো? নিতশের সৃষ্টিকর্তা মৃত ছিলো উনি মৃত হবার আগেই, নবীর মুসা,ঈশা ও মুহাম্মদ সৃষ্টিকর্তার কৃপায় জন্মভুমি ছেড়ে গিয়েছিলো আপনি ব্লগ ছাড়বেন না আশাকরি।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




