
আমার "চাঁদগাজী" নিকটাকে উনি কি জন্য ব্যান করেছিলেন, সেটা উনি জানেন; আসল ব্যাপার কখনো আমি বুঝতে পারিনি; আমার ধারণা, তিনি হয়তো নিজের দুর্বলতাগুলো নিয়ে ভয়ে ভয়ে থাকতেন; মনে হয়, উনি ভাবতেন, আমি উনা আচরণ, ব্যক্তিত্ব, এসব বুঝতে পারি।
সোনাগাজী নিকটা ব্যান করেছেন যথাসম্ভব নিজের দৈন্যতা ঢাকার জন্য; উনি "জুলাই বেপ্লব"কে জনতার "বেপ্লব" মনে করে সামুর ব্লগারদের "নতুন বাংলাদেশ"এর শুভেচ্ছা ও অভিনন্দন পাঠায়েছিলেন; পরে যখন বুঝতে পেরেছিলেন যে, উনি ধরা খেয়েছেন, উনি মনে করেছিলেন, অন্য ব্লগারেরা ইহা সহজে ভুলে যাবে, কিন্তু ইহা আমি মনে রাখবো সব সময়; উনি ইহা থেকে মুক্ত হতে চেয়েছিলেন।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০২৫ রাত ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



