
আমার মতে, শেখ হাসিনা আমাদের দেশকে ভারতের তাঁবেদার দেশে পরিণত করেনি; তিনি বাকী বাংগালীদের মতো ১ জন বাংগালী; আজকের কোন বাংগালী ভারতকে সহ্য করে না; কারণ, ভারত আমাদের মতো জনগোষ্ঠী হয়েও, তারা আমাদের ও পাকিস্তানের চেয়ে শতগুণে উন্নত।
বিজয়ের দিনেও (১৬ই ডিসে, ১৯৭১ ) আমাদের মাঝে পাকিস্তানে বিশ্বাসী মানুষজন ছিলো শতকরা ৩০ ভাগ; তারা যেকোন পান্জাবীর মতো ভারতকে ঘৃণা করে; এরা শেখ, শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা, দল হিসেবে আওয়ামী লীগ ও স্বাধীনতাকামীদের ঘৃণা করে। এরা শেখ হাসিনাকে দোষারোপ করে যে, শেখ হাসিনা দেশকে ভারতের তাঁবাদার দেশে পরিণত করেছিলো।
শেখ হাসিনা শেখের সৃষ্টি নয়, উহা ইন্দিরার সৃষ্টি; ইন্দিরা স্বচ্চ রাজনীতি করতেন; তিনি মহাত্মার শিষ্য। ইন্দিরা বাংলাদেশের পাশে ছিলেন স্বাধীনতার সময়; ততকালীন সময়ে ইহা আমাদের দরকার ছিলো। ইন্দিরা বিশ্বাস করতেন যে, বাংগালীরা শান্তিপ্রিয় জাতি, ভারত তাদের পুর্বপাশে ১টি বন্ধুপ্রতিম জাতি পাচ্ছে।
আজকে যারা বলছে, শেখ হাসিনা আমাদের জাতিকে ভারতের তাঁবেদার বানায়েছে, তাদের ব্যাক-গ্রাউন্ড চেক করে দেখেন: হয় তারা ইডিয়ট, কিংবা ১৯৭১ সালে যারা আমাদের বিপক্ষে যুদ্ধ করেছে তাদের পক্ষের লোকজন।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




