
যারা আমাকে কটুকথা বলেন, তাদের একটি কমনবাক্য হলো, "এই বুড়া নিজের একাকিত্ব ঘুছাতে ব্লগে আছে, লাথি মেরে বের করে দিলেও ফিরে আসে, শরম নেই!"
আমাকে অন্যয়ভাবে বের করলে, উহা হজম করে ভদ্রলোক সাজার মতো মানুষ আমি নই! সামান্য ডোডো মোডোদের অন্যয়কে "ভাগ্য" হিসেবে মানার মানুষ আমি নই, আমি একাত্তরের জেনারেশনের অংশ, প্রশ্নফাঁস জেনারেশনের সদস্য আমি নই।
সামর এডমিন সাহেব লিখেছিলেন যে, আমার ২টি নিককে (চাঁদগাজী ও সোনাগাজী ) ক্রমাগতভাবে আক্রমণ করার কারণে তিনি ৪৭২টি নিককে ব্যান করেছেন; আমাকে যেসব বহুল পরিচিত ব্লগার নিয়মিত আক্রমণ করতেন তাদের টিকিটিও আজকে ব্লগে নেই। এখন যারা আক্রমণ করেন ও কটু কথা বলেন, একজনও লিখতে জানেন না; ২/৪ জনকে আমি নিজেই থামাতে সক্ষম হয়েছি।
যেই এডমিন সাহেব আমাকে হাজার হাজার আক্রমণ থেকে বাঁচানোর জন্য ৪৭২টি নিক ব্যান করেছেন, সেই এডমিন সাহেব আমার মোট ১৮টি নিক ব্যান করেছেন ও বলেছিলেন যে, আমি কোনভাবে ব্লগে আসতে পারবো না। কিন্তু আমাকে ব্লগে আসতে হয়।
আমার চাঁদগাজী ও সোনাগাজী নিক ব্যান করার আগে এডমিন সাহেব আমার সাথে আলাপ করেছেন সরাসরি; তিনি বলেছিলেন যে, আমি যেসব বিষয়ের উপর যা লিখি, সেভাবে লেখা যাবে না; ব্লগে "জুলাই বিপ্লব", "নতুন স্বাধীনতা"র বিপক্ষে লিখে ব্লগারদের রাগানো যাবে না, তা'হলে নিক ব্যান খাবে। আমি উনার সাথে সম্মানজনকভাবে আলোচনা করেছি; কিন্তু আমি ইউনুস, পাকী ও আমেরিকান দুতাবসের ক্যু'কে "বিপ্লব" বলার মতো ইডিয়ট নই!
প্রথমত: আমি বুড়ো নই, আমি ভদ্র মানুষ, কিন্তু আমেরিকান ক্যুগুলোকে "বিপ্লব" বলার মতো ইডিয়ট নই আমি।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




