আমায় বেঁধে রেখেছে সময়
তার কঠিন, কঠোর পেশীতে, আমার বাহুদ্বয় বদ্ধ, আবদ্ধ
আমি রুদ্ধ, বন্দি, আমার পথগুলোর দ্বারে নেই কোন সন্ধি
পায়ে শেকল, হাতে বেড়ি, চরন তলায় পাহরায় বিষাক্ত রেঢ়ী
আমি পর্যদুস্ত, পরাস্ত, তটস্ত, আমায় বেঁধে রেখেছে কাল
আমি মুক্ত হতে দাপাই কিন্তু ভেতরে শক্তির আকাল
আমার চারদিকে রাত, আলোর দিশায় কৃষ্ণতার নিশা
পাই না দিশা, আমি হাতড়ে মরি সকাল
আমায় বেঁধে রেখেছে সময়, তার কঠিন পেশীতে
আমি পর্যদুস্ত, পরাস্ত, তটস্ত, আমায় বেঁধে রেখেছে কাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




