সংসার জীবনের এই নানা পোড়নের পরও আমরা কিন্তু সঙ ছার সেজে জীবনের ঘানী টেনে এগিয়ে চলছি মৃত্যুর দিকে। জানি না কবে হবে এর সুরাহা, সমঝোতার সূর্য এসে হটিয়ে দিবে সকল হতাশার মেঘ।
যাযাবর চিন্তা মানুষকে প্রতিনিয়ত ব্যস্ত রাখে, যৌবন তো কখনও টাকা, কখনও এ দুটো পূর্ণ হলেও জাপটে ধরে হাহাকার। কিসের যেন হাহাকারে সে জায়গা করে নেয় মদ, জুয়া কিংবা বেপরোয়া জীবনের ভার ছেড়ে দেয় নাম জানা নতুন নতুন মাদকের দাগে। আমরা অনেক ধনী পরিবারের লোকেদের দেখি অর্থ প্রতিপত্তি কিংবা কোন সম্পদই তাদের নিজেদের কোন সুখ বয়ে আনতে পারেনা। কেন জানি আমরা অজানা চিন্তায় অজানা আতংকে আমাদের নিজেদেরকেই ভীত করে রাখি। আপনা আপনিই আমরা প্রতারিত হয়ে পড়ি, নিজেদের দ্বারা নিজেদের প্রতি। আমি জানি না সুখ সম্পদ বলতে মানুষ কি বোঝে। চরিত্র আজ বড় বেশি লাঞ্চিত। প্রতারিত আমরা নিজেরা নিজেদের যৌবনের কাছে, কামনা-বাসনার কাছে। আমি কিংবা আপনি কোন ভাবেই আমাদেরকে এভাবে আর গড়ে নিতে পারিনা। আমাদের গড়ে নেয়া গুলো নড়বড়ে হয়ে যায়, আমরা হারতে হারতে গড়ে যেতে যেতেও পড়ে যাই।অর্থ অনর্থ সম্পদ ভালবাসা শরীর মন এত কিছু কিভাবে পূরন হতে পারে মানুষের জীবনে, মানিয়ে নেয়ার ব্যাপারটা পথ হারিয়ে ফেলছে আমাদের পথ হতে সরে অন্য কোথাও। তারপরও গরীর-রা বাঁচে ধনী হবার স্বপ্ন, ধনীরা বাঁচে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্নে, দেবদাস-রা পারু ফিরে পাবার স্বপ্নে, আর না জানি কত স্বপ্ন। সবচেয়ে ভাল লাগে আমরা কেউ-ই হতাশ নই, রাতের পর আবার সকালের সাথে সাথে ফার্মগেটে, মগবাজার যাত্রাবাড়ি, কিংবা সায়েন্সল্যাবের ওভারব্রীজ বেয়ে নামি, স্রোতের মত হাতে নতুন দিনের ঢেউ নিয়ে ঘামি, আর চলি। কে যেন আমাদের নাড়িয়ে চাড়িয়ে দিয়ে চলে, চল, আগে চল, ব্যাটা।
এগিয়ে চলো, এগিয়ে চলো জীবনে, তুমি বললে
আমি এগিয়ে চললাম, কাটা ঘেরা পথে কেটে গেলো প্রহর
যন্ত্রনায় হয়ে বিহ্বল, আমি এগিয়ে চললাম,
তুমি বললে, সামনেই পাবে মঞ্জিল পথে দাড়ানো, হাতে মাল্য
আমি এগিয়ে চললাম, উচু নিচু ভুলে, ভয়ের যা ছিল বাধন খুলে
আতংক আর শংকায় হয়ে টলমল যদিও, আমি এগিয়ে চললাম।
পথে ছিল আধারের সামিয়ানায় দমকার বেড়া, আমি এগিয়ে চললাম
তুমি বললে, এসব কিছুই না, রাতকে একদিন ঢলতেই হবে তব পথে
মেঘের পরেই আসবে আলোর বারাত তোর বিজয় রথে
হোক না বৃর্ষ্টি, হোক না বাদল-ধারা, ঝড়ের ফাড়া, তুই এগিয়ে চল,
আমি চললাম, ভিজে, সিজে, আমি চললাম শ্রান্ত আত্ব্যার আত্ব্যশক্তি ঝিজে
আমি স্বপ্ন-জামানায় নতুন দিনের পতাকা নিয়ে স্বপ্ন দেখলাম, চললাম স্বপ্নে।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১০ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




