পরিবার থেকে জাতি, সমাজ থেকে দেশ সবখানে প্রচার। সবাই মিডিয়ার সামনে পোজ দেয়ার জন্য ব্যস্ত। মসজিদের দান থেকে শুরু করে বন্যার ত্রান। টিভির দিকে খেয়াল করতে যেয়ে দান পানিতে ফেলে দিতে রাজি কিন্তু ছবিটা কিন্তু ভাল ওঠা চাই। হায় রে দেশ। কালের ব্যবহারে টঙ্গির মত বজ্র মিশে যাচ্ছে সফেদ জলে, আজ জীবন ও চাহিদা এবং দানের যোগান কেবলই সীমাবদ্ধ দলে দলে। মানবতার যে বানী খোদ এ্যামিনেষ্টি উত্থাপন করে তাদের ছায়া কি গাজায় কখনও একটি শিশুকে আশ্রয় দিয়েছে কিংবা ইরাকের রাস্তায় ধর্ষন হওয়া সেই বালিকার বুকে আচঁল। আমি কি বলব, কেবলি জল ঝরে, আফসোস হয়, নিজের প্রতি রাগ হয় কি করতে পারছি.. এভেবে।
প্রচার কত বড় হয়ে উঠেছে আজকের দিনগুলোয়। এখন মানুষ প্রচারে ব্যস্ত। অথচ ইসলামের শিক্ষা ছিল তুমি দান কর এমনভাবে যেন তোমার ডান হাতের দানে বাম হাতে টের না পায়। অথচ এখন মসজিদের মত জায়গায় চিল্লা-চিল্লি করে দান করা হয়, "ওমুক ভাই এত বস্তা সিমেন্ট" হায়। মসজিদগুলোর চেহারায় টাইলসের চকচক দখল করলেও তার ভেতর ইবাদত রত মুসল্লিরা কিন্তু রংচটা প্লাস্টারের মতই নোংরা রয়ে গেছে। দেশের কোন এক কোনের ঘটনায় সরকার ও বিরোধী দলগুলোও যেন সেই দানের চেয়ে বড় করে দেখান নিজেদের প্রচার টাকে। খাদ্য থেকে বিয়ের দায়িত্ব সব জায়গায় প্রচার। সাতক্ষিরা পঞ্চগড়ের কোন মেয়ে আজ অবিবাহিত রইলো নাকি তার কোন খবর নাই, পাহাড়ের হাজার মেয়ের বিয়ে কি অর্থ অপেয়া খ্যাতির জন্য আটকে আছে নাকি তার খবর নাই ।আজ হাজার হাজার মেয়ের বিয়ে আটকে আছে, হাজার হাজার মেয়ে অপেয়া নামে অবিবাহিত ধুকে ধুকে মরছে অথচ সরকার প্রধান তাদের খবর রাখছেন না, অথচ প্রচারের জন্য দুজনকে নিজের মেয়ে করে নিলেন, তাহলে দেশের ১৪ কোটি মানুষের প্রতিনিধি কি কেবল ঢাকার বুকেই তার প্রচার সীমাবদ্ধ রাখতে চাচ্ছেন, কেন নয়, তাহলে আমার মনে জাগা এ প্রশ্নে সঠিক উত্তর কই- সেই সমস্ত হাজার হাজার মেয়ে যারা অবিবাহিত তারা কি আজ মনে মনে সেই আগুনে পোড়া পরিবার হতে চায়নি? তাদের আফসোস কি আপনার মনে দাগ কাটে না? প্রধান মন্ত্রির এত মায়া তো তিনি গোপনে এ বিয়ে সেরে ফেলতে পারতেন, তার জন্য প্রচার করে অন্য হাজার হাজার মেয়ের মনের কষ্ট বাড়িয়ে কি লাভ হলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




