১ ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নয়
২>দুই মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার ২৫.৭৮%
৩>এডিবির এশীয় উন্নয়ন পূর্বাভাস প্রকাশ বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬.৩%
৪>আয়কর আদায়ে সর্বকালের রেকর্ড
৫.মাথাপিছু আয় ৭৫০ ডলার --এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ৭৪ ডলার
৬. ব্যর্থ রাষ্ট্রের তালিকা বাংলাদেশের পাঁচ ধাপ উন্নতি
------------------------------
১ ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট
বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নয়
দক্ষিণ এশিয়ায় বন্যাবিধ্বস্ত এবং সুশাসনের অভাবে বিশৃঙ্খলাপূর্ণ একটি দেশের কথা ভাবলে পাকিস্তান নয় বরং বাংলাদেশের কথাই মনে হতো। খুব বেশি দিন আগের চিত্র নয় এটি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার একে 'তলাবিহীন ঝুড়ি' বলেছিলেন। বহির্বিশ্বের কাছে বাংলাদেশ পরিচিত ছিল রাজনৈতিক প্রতিহিংসায় জর্জরিত, প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত এবং ইসলামপন্থিদের সহিংসতা ও হরহামেশা সামরিক অভ্যুত্থানে অস্থিতিশীল একটি দেশ হিসেবে। এমন পরিচিতি থেকে বের হয়ে আসতে কঠোর পরিশ্রম করেছে দেশটি। এর জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি। সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণকারী নেতাদের সংবর্ধনায় আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে অগ্রগতির জন্য বাংলাদেশ জাতিসংঘ পদক পাওয়ায় ওবামার এ অভিনন্দন। দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অগ্রগতি অর্জনের জন্য এশিয়া ও আফ্রিকার সেরা ৬টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গর্ব করার মতো অনেক অর্জন আছে বাংলাদেশের।
গত তিন বছর ধরে দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি ঘটেছে ৬ শতাংশ হারে। গত বছর তৈরি পোশাক রফতানির মাধ্যমে অর্জিত হয়েছে এক হাজার ২৩০ কোটি ডলার। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ। জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। শীর্ষস্থানীয় এনজিওগুলো বিশেষ করে ক্ষুদ্রঋণ প্রকল্পের জন্য গ্রামীণ ব্যাংক সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। ভারতের সঙ্গে দেশটির সম্পর্ক চমৎকার। ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর মুসলিম বিশ্বের তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ সন্ত্রাসবাদ ও ইসলামি চরমপন্থিদের মোকাবেলায় সাফল্য দেখিয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার পর লস্কর-ই-তৈয়বাসহ বিভিন্ন সংগঠনের জঙ্গিদের গ্রেফতার করেছে। যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল কাজ করছে।
তবে রাজনৈতিক প্রতিহিংসা ও বিরোধ এবং যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে প্রতিপক্ষের চাপ রয়েছে। অর্থনীতিও মজবুত ভিত্তির ওপর দাঁড়ায়নি। এসব সত্ত্বেও বাংলাদেশ বিশেষ করে অন্য মুসলিম দেশগুলোর কাছে রোল মডেল হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। বিশেষ করে পাকিস্তান অনেক বিষয়ে শিক্ষা নিতে পারে বাংলাদেশ থেকে। দুটি দেশ অগ্রসর হচ্ছে অনেকটা বিপরীত দিকে। পাকিস্তান শিক্ষার চেয়ে সামরিক খাতেই ব্যয় বেশি করছে। বিপরীত চিত্র বাংলাদেশে। পাকিস্তান প্রতিবেশী আফগানিস্তান ও কাশ্মীরে আরও প্রভাব বিস্তার করতে চায়। ভারতের সঙ্গে তাদের বিদ্বেষ লেগেই আছে। কিন্তু বাংলাদেশ চায় প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব। প্রায় ৪০ বছর আগে বিভক্ত হয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। বিভিন্ন অর্জনের মাধ্যমে এক সময়ের তলাবিহীন ঝুড়ি বাংলাদেশই হয়ত দুটি দেশের মধ্যে শেষ হাসি হাসবে।
Click This Link
--------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------
দুই মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার ২৫.৭৮%
প্রথম আলো
Click This Link
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এ সময় মোট আদায় হয়েছে নয় হাজার ৮৩২ কোটি
৪৯ লাখ টাকা, লক্ষ্যমাত্রার চেয়ে যা ৯৮৬ কোটি ৪৬ লাখ টাকা বা ১১ দশমিক ১৫ শতাংশ বেশি।
এই সময়কালে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল আট হাজার ৮৪৬ কোটি টাকা।
আবার এই দুই মাসের রাজস্ব আয় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২৫ দশমিক ৭৮ শতাংশ বেশি হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে চলতি অর্থবছরের রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ গতকাল মঙ্গলবার এসব তথ্য প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, এই ধারা বজায় থাকলে যত সমস্যাই থাকুক, চলতি অর্থবছরে ৭২ হাজার ৫৯০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
------------------------------------------------------------------------------------------------------------
এডিবির এশীয় উন্নয়ন পূর্বাভাস প্রকাশ
বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬.৩%
Click This Link
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) মনে করছে, চলতি ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ হতে পারে, যা বিদায়ী বছরে ছিল ৬ শতাংশ।
বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও শক্ত অভ্যন্তরীণ চাহিদা ও সরকারের নেওয়া নানা প্রণোদনাগুচ্ছের কারণে বাংলাদেশ স্থিতিশীল এই প্রবৃদ্ধি ধরে রেখেছে বলে এডিবি মনে করছে।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আয়কর আদায়ে সর্বকালের রেকর্ড
সব ধরনের আশঙ্কা উড়িয়ে দিয়ে বিদায়ী অর্থবছরে সার্বিক আয়কর আদায়ে রেকর্ড হয়েছে। আয়কর আদায়ে এত বড় সাফল্য বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। মোট আয়কর খাতের লক্ষ্যমাত্রার চেয়ে ৫২৭ কোটি টাকার চেয়ে বেশি রাজস্ব আয় হয়েছে। আয়কর আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ৩০ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
Click This Link
----------------------------------------------------------------------------------------------------------------------------
মাথাপিছু আয় ৭৫০ ডলার --এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ৭৪ ডলার
Click This Link
-------------------------------------------------------------------------------------------------------------
ব্যর্থ রাষ্ট্রের তালিকা বাংলাদেশের পাঁচ ধাপ উন্নতি
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


