হরতাল ডেকে যারা করছে দেশের সর্বনাশ,
ইচ্ছা করে ওদের গলায় পরিয়ে দেই ফাঁস।
নেতা কর্মীরা কামিয়ে নিয়েছে, আছে অঢেল সম্পদ,
হরতালে ব্যবসা বন্ধ থাকলে ওদের কি বিপদ?
দেশটা এমনিতেই পিছিয়ে আছে হাজার কোটি ঋণ,
আন্দোলন হরতালে দেশটা পিছিয়ে যাচ্ছে প্রতিদিন।
হরতাল অসহযোগ করে যারা করছে দেশের ক্ষতি,
তাদের কোন টান নেই দেশের মানুষের প্রতি।
আন্দোলন বিশৃংখলার নামে যারা দেশের করছে গতিরোধ,
এইসব উচ্ছৃংখল লোকদের করুন ঘরে ঘরে প্রতিরোধ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





