আপনি কি সামুতে সেলিব্রেটি হতে চান?
প্রত্যেক পোষ্টে শ'খানেক কমেন্ট পেতে চান?
অনেক পন্থা অবলম্বন করেও কাজ হচ্ছে না?
জীবনে সর্বশেষ বারের মত"দ্যা ফয়েজ ভাই"কে বিশ্বাস করুন।এক ফাইলেই যথেষ্ট।
মাত্র ১সপ্তাহে ফলাফল।দেরি না করে এখনই "বাকিটুকু পড়ুন"বাটনে ক্লিক করুন।
মূল্য মাত্র"১টি লাইক এবং ১টি কমেন্ট"।
আপনারা যেহেতু চলেই এসেছেন তাহলে জেনে নিন-কিভাবে সামুতে পপুলার হবেন।
১/প্রথমেই আপনাকে থাকতে হবে সাহস।
২/ধৈর্য
৩/অধ্যবসায়
কাজের ধারা:
১/প্রতিদিন দিনে দুইবার "আমার ব্লগে আমি লেখমু,তাতে কার কি?"এই মনোভাব নিয়ে সামুতে ইচ্ছামত আবাইল্লা পোষ্ট করেন।
২/এরপর দেখেন আপনারে নিয়া কোন ব্লগার পোষ্ট করে কি না।
৩/যদি কেউ পোষ্ট না করে তাহলে সানি আন্টি+মিয়া খালিফা নানীর কিছু পোষ্ট করেন।
৪/এইবার কাম হইবই।
৫/এইবার মানুষের ব্লগে যাইয়া তারে গাইল্লাইয়া ভাসাইয়া ফেলান।
৬/এইবার দেখবেন আপনারে নিয়া সবাই পোষ্ট করে
(ভালো-খারাপ দেখবেন নাহ,আপনাকে ডেডিকেট কইরা পোষ্ট,এটাই বিশাল কিছু)
৭/এইভাবে কয়েকদিন চালাইতে থাকেন।দেখবেন আপনার ব্লগের হিট১০০০০০০০ছাড়িয়েছে।
৮/আপনারে নিয়া পোষ্টের সংখ্যা ৫০০০ ছাড়াইল।
৯/আপনি যেকোন পোষ্ট করলেই তা আলোচিত পাতায়।(মন্তব্য লুকানোর সর্বাত্মক চেষ্টা করুন)।
১০/ আপনার এই পপুলারিটি তে সামু ঈর্ষান্বিত হয়ে কয়েকদিনের জন্য ব্লক করে দিবে।(টেনশন নাই,সেলিব্রেটি দের এমন হয়)
১১/আইডি ফিরে পেলে একই কাজ করুন।
১২/এবার সামু এতই ঈর্ষান্বিত হবে যে আপনাকে সুলেমানি ব্যান করে দিবে।
১৩/নো সমস্যা।নতুন আইডি খুলুন।আর আগের মত পপুলার হয়ে যান।
এক ফাইলেই যথেষ্ট। আপনি যত বেশি পোষ্ট দিবেন তত তাড়াতাড়ি সেলিব্রেটি হবেন।
লেখকের কথা:গণহারে লাইক পাইতে গিয়া গণধোলাই খাইলে কর্তৃপক্ষ দায়ী নহে।
এবার মূল্য পরিশোধ করুন।
(শুধুমাত্র মজা করার জন্য,সিরিয়াস ভাবে নিবেন না)
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




