রাজাকার দের খেয়ে আজ পেট পুর্তি করব। যুদ্ধ তো শেষ হয় নি। সবে তো শুরু। রাজাকার আর রাজনিতীবিদ সব কুত্তার বাচ্চারা এক। যখন যে দল ক্ষমতায় থাকে বিপরীত দল রাজাকার। এতে করে ঐ কুত্তার বাচ্চা দের বিচার কখোনো হয় না। এবার জনতার আদালতে ঐ কুত্তার বাচ্চা দের বিচার হবে।
সাবাশ বাঙালী জেগে ওঠ ! এবার বিচার হতেইই হবে।
আর কোনো রাজনৈতিক ষঢ়যন্ত্র নয়। আমাদের তেল মেরে কোনো লাভ নাই। আমরা অদম্য।
ঐ কুত্তার বাচ্চা রা যাদের জন্ম দি্য়েছে সেগুলাও রাজাকার। ঐ গুলা এখন সমাজে ভোল পাল্টে আছে রাজনৈতিক ছত্রছায়ায়।
ঐ কুত্তার বাচ্চা দের নি্যে আলোচনা আর ভাল লাগে না। এবার ওদের ফাসি স্বচক্ষে দেখতে চাই।
রাজনৈতিক ভন্ডামী আর নয়।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




