কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার ৫ বছর ক্ষমতায় থাকাকালে দেশের গরিব মানুষকে চুষে খেয়েছে। এখন সেই দিন শেষ, আমাদের সরকার দেশের গরিব মানুষের উন্নয়নে কাজ করছে। তিনি বলেন, গরিবের খাদ্য নিশ্চয়তা দেয়ার জন্যই সরকার ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে দশ হাজার পরিবারকে ভিজিএফ কার্ড দেবে। গতকাল সোমবার বিকেলে যাত্রবাড়ী চৌরাস্তা পার্কে ডেমরা থানা ১৪ দল আয়োজিত যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্নার সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, মহানগর আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাবিবুর রহমান মোল্লা এমপি, আসলামুল হক আসলাম এমপি, মহানগর আ্ওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, জাসদের মহানগর সভাপতি মীর হোসেন আক্তার প্রমুখ।
মতিয়া চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালে দেশের গরিব মানুষকে যে ক্ষতি করে গেছে আমাদের সরকার মাত্র ১৪ মাসেই অনেক সমস্যার সমাধান করেছে। আমরা সব সুযোগ-সুবিধা দেশের মানুষের দোরগোড়ায় পেঁৗছে দেব। সেই লক্ষেই আমাদের সরকার কাজ করে যাচ্ছে।
মতিয়া চৌধুরী বলেন, বিএনপি ও জামায়াতের কিছু নেতা চাল সিন্ডিকেটের মাধ্যমে সরকারের সফলতাকে ব্যর্থ করতে চাচ্ছে। আমাদের সরকার ক্ষমতায় আসার আগে চালের দাম অনেক বেশি ছিল। আমরা ক্ষমতায় আসার পর অনেক দাম কমিয়েছি।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ১১ হাজার গাড়ি আনার অনুমতি দিয়েছিলেন। সেই গাড়িগুলো ঢাকা শহরে আসার কারণেই যানজট অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা ক্ষমতায় থাকাকালে শহরের বিভিন্ন স্থানে ফ্লাইওভার, আন্ডারপাস নির্মাণের মাধ্যমে এ যানজট সমস্যার সমাধান করব।
রাশেদ খান মেনন বলেন, মুনাফেকদের দলের কোন শেষ নেই। তাই তারা নিজেরা কাজ না করে শিবিরকে দিয়ে কাজ করাচ্ছে। কোন শক্তি দেশের মানুষের বিরোধিতা করেছে তা দেশের মানুষ জানে।
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে অন্য খাতে ব্যবহার করছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



