আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে পাকিস্তান অপপ্রচার চালাচ্ছে। দু'একটি দেশ এর বিরোধিতা করলেও আন্তর্জাতিক সমর্থন ও সর্বাত্মক সহায়তার আশ্বাস রয়েছে, কারণ এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে অন্য কোন রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না।
গতকাল শনিবার রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে মানবাধিকার সংগঠন অধিকার ও কোয়ালিশন ফর আইসিসি আয়োজিত আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি অনুসন্ধান বিষয়ক এডভোকেসি সভা এবং মুক্তিযুদ্ধ ও গণমুক্তি আন্দোলনের আলোচনা সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আগামী ২৬ মার্চের আগেই যুদ্ধাপরাধীদের বিচার ট্রাইব্যুনাল গঠন করা হবে। ১৯৭১ সালে যারা হত্যা, লুটপাট, নারী নির্যাতন, মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়াসহ মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ আইনের আলোকে বিচার করা হবে। তদন্ত করে কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তথ্য-উপাত্ত হাতে আসলে তাদের গ্রেফতার করা হবে। তবে তদন্তের আগে অভিযুক্ত বলা যাবে না।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর রোম সংবিধিতে বাংলাদেশের অনুসমর্থনের বিষয়ে আলোচনায় অধিকারের সভাপতি সি. আর আবরার সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ফোরাম এশিয়ার চেয়ারম্যান সুবোধ রাজ পাকুরেল, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আরস হেরেন, সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ জমির, কোয়ালিশন ফর দি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (সিআইসিসি)-এর প্রোগ্রাম এসোসিয়েট রেবেকা ডি. ই. লোজাডা প্রমুখ।
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, যুদ্ধাপরাধ সংক্রান্ত বিভিন্ন তথ্য আন্তর্জাতিকভাবে বিভিন্ন তদন্তকারী সংস্থা, দূতাবাস, সংবাদপত্রের মাধ্যমে সংগ্রহে রয়েছে। প্রয়োজনীয় আইন ও ত সংগ্রহের জন্য আন্তর্জাতিকভাবে সহায়তা চাওয়া হয়েছে।
রোম সংবিধি গ্রহণ প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, রোম সংবিধি গ্রহণে সরকারের কোন আপত্তি নেই। বাংলাদেশ এতে ১৯৯৯ সালেই স্বাক্ষর করেছে। এই বিধি গৃহীত হলে ভবিষ্যতে মানবতাবিরোধী কোন অপরাধ করে পার পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে।
এডভোকেসি সভার পর কর্মশালায় 'নতুন বিষয়ের জন্য আন্তর্জাতিক বিচার' শীর্ষক উপস্থাপনায় প্রথম সেশনে সভাপতি ও মডারেটরের দায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন আহমেদ চৌধুরী। দ্বিতীয় সেশনে সভাপতি ও মডারেটরের দায়িত্ব পালন করেন বিচারপতি নিজামুল হক।
উল্লেখ্য, গত ১৬ মার্চ জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি উত্থাপন করা হয়েছে। যাচাই-বাছাইয়ের জন্য এটি এখন আইন মন্ত্রণালয়ে আছে। অধিকারের পক্ষ থেকে জানানো হয় এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ তৈরির জন্য অধিকার শনিবার এডভোকেসি সভার আয়োজন করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



