
অভিসারী ঘাস ফরিং রং বেরং ফুলে!
মূলে ভালবাসা নেই আছে আসঙ্গ শুধু!
মধু শেষে' ঝরা শিউলি অভিমানী বড়!
জড় মৃত শরীর থেঁতলে যাক কারো পায়ে!
গায়ে মালার মায়া চায় না' বাসি প্রেমে,
ফ্রেমে ঝুলে' ধূলো ময়লায় শুকানোতেও না!
কান্না ছলনাতেও জন্মে' খাঁটি শিশির বলে!
দলে দলে সব মধুপুরী ছোটে জোটে যদি!
নদী পাড় ভেঙ্গে পালাতে চায়! এসব দেখে-
শিখে শুধরানোর ইচ্ছায় ভাল হতে চায় যে!
দে তে আছি নে তে নাই' আলোক লতা।
বৃথা সৌন্দর্য' পবিত্রতা ক্ষীণকায় পরিবেশ!
শেষ বিষে নীল বংশ পরম্পরা' কান্ডারী...
সংসারী ও সংসার কান্ডারী.......... ;-) ;-)
ছবি গুগল থেকে ধারকৃত
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




