
ডেকেছিলে আর বলেছিলে শেষ সময়
ব্যস্ততার অজুহাতে আমার অজানা ভয়
তোমাকে হারানোর ভয় কভু আসেনি
কষ্টে বুক ভাঙ্গছে তোমাকে কেন বুঝিনি
অসুস্থ চারদিকে শুধু হারানোর ব্যথা
বুকে আগলে রাখা কত না বলা কথা
এভাবে ছেড়ে যাবে কভু তা ভাবিনি
কষ্টে বুক ভাঙ্গছে তোমাকে কেন বুঝিনি
পাড় ভাঙ্গা নদী জানে ওপারে জমে সুখ
দুকূল ভাসিয়ে যায় মনে পড়লে ঐ মুখ
মাগো আশ্বাসবাণী আর পাবনা জানি
কষ্টে বুক ভাঙ্গছে তোমাকে কেন বুঝিনি
মা মাগো অকূল পাথারে কোথায় খুঁজবো
মা মাগো আদর স্নেহ কার কাছে পাবো
আর সয়না তোমাকে ছাড়া পাথর ধরণী
কষ্টে বুক ভাঙ্গছে তোমাকে কেন বুঝিনি
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




