সুপ্রিয় ব্লগার ভাইয়েরা,
আসসালামুআলাইকুম। সবাই ভালো তো?
অতি সম্প্রিত এডসেন্স সম্পর্কে জানতে পারলাম এবং খুবই আনন্দিত হলাম। এ ধরণের কিছু একটাই আমি খুঁজছিলাম। এই গ্রুপে প্রকাশিত এডসেন্স সম্পর্কিত সব লেখা পড়লাম, এখনো কিছু বিষয় পরিষ্কার না হওয়াতে অভিগগ্গজনদের(দুঃখিত,বানান ঠিক লিখতে পারলাম না) কাছে কিছু প্রশ্ন....
1. ওয়েবসাইট ছাড়া শুধুমাত্র ব্লগসাইট দিয়ে কি আয় করা সম্ভব? আপনি/আপনার পরিচিত কেউ কি শুধুমাত্র ব্লগসাইট দিয়ে আয় করছে?
2. কোন বিষয়ে ওয়েবসাইট/ব্লগসাইট বানালে আয় করার সুযোগ বেশী থাকে?
3. আমি HTML মোটামুটি পারি। শুধু HTML দিয়ে কি ভালো সাইট বানানো সম্ভব? নাকি PHP, MySQL এগুলোও অবশযই জানতে হবে?
4. আমার বযক্তিগত অভিগ্গতা হলো যে, ইন্টারনেট ব্রাউজিং এর সময় আমি কখনোই কোনো এড-এ ক্লিক করি নি। আমার বন্ধু-বান্ধবদের কাছে জিগ্গেস করেও একই উত্তর পেয়েছি, তারাও কখনো কোনো এড-এ ক্লিক করে নি ... ! এখন, কেউ যদি ক্লিক নাই করে, তাহলে টাকা আসবে কোত্থেকে?
5. আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র, আমার পর্যায়ের বেশীরভাগ ছাত্ররা টিউশনি কেই একমাত্র উপায় মনে করে, কিন্তু আমি অনয কিছু করতে চাই। এক্ষেত্রে এডসেন্সে আমার সফল হওয়ার সম্ভাবনা কিরকম?
আপাতত আর কোন প্রশ্ন মনে পড়ছে না। উপরের প্রশ্নগুলোর দিকনির্দেশনামূলক ঊত্তর আশা করছি।
।সবাইকে ঈদ মোবারক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





