ইসলামপুর, ঢাকা-১১০০
গুলসানআরা সিটি মার্কেট।
আমরা তিন জন পার্টনারে ব্যবসা করি। প্রতি ঈদে আমরা দোকানের সকল কর্মচারী ও স্টাফদের বেতন বোনাস দিয়ে থাকি। এছাড়া, পুরো বছর যেসব কাস্টমারদের সাথে আমাদের লেনদেন হয় তাদেরকেও আমরা সব দেনাপাওনা মিটানোর পর মোট পাওনার উপর একটা ছাড় দেই। এটাকে সম্ভবত হিসাববিজ্ঞানের ভাষায় " কারবারি বাট্টা " বলা হয়। তো আমাদের কাস্টমার বা পার্টি কেরানীগঞ্জ হতে " রহমত ফেব্রিক্স '' এর রহমত তালুকদার। তিনি গত ২২ অগাস্ট ২০১১ তারিখে আমাদের দোকানে আসেন আমাদের পাওনা টাকা পরিশোধ করতে। তার বিলের মোট টাকা হয় ১,১৭,০০০ টাকা। প্রথমে তিনি এক লক্ষ দশ হাজার টাকা দেন। বাকি থাকল ৭০০০ টাকা। আমরা ২০০০ টাকা ছাড় দিয়ে তাকে ৫০০০ টাকা দিতে বলি। সে প্রথমে পকেট থেকে বের করে গুনে ৪০০০ টাকা আমার হাতে দিলো। আমি বলি, " আর, ১০০০ টাকা !" তিনি একটা অমায়িক হাসি দিয়া, হটাৎ করে আমাকে এবং আমার এক পার্টনারকে একটা করে চুমো দিলেন। বললেন," ভাই না ভালো, আর দিমু না।" আমার আরেক পার্টনার তখন বল্লেন, " তাও ভালো যে আর দুইটা চুমা দেন নাই, তাইলে তো আরও ১০০০ টাকা কম দিতো।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১১ রাত ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




