পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকে যারা এতোটাই সাধারণ যে অসংখ্য মানুষের ভীড়ে তাদের খুঁজে পাওয়া যায় না।
কিন্তু কখনো কখনো নিয়তির নির্মমতা এইসব মানুষের সাধারণ জীবনকে গল্প উপন্যাসের মতো জটিল করে তোলে।
আর দশজনের ভেতর থেকে মানুষটি হয়ে উঠে গ্রিক দেবতাদের অভিশাপ পাওয়া কোনো বৃহৎ নায়ক। এমনই কিছু সাধারণ মানুষের গল্প নিয়েই নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক চন্দ্রমগ্ন।
বিপাশা হায়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তৌকীর আহমদে।
নাটকটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেবেন তিনি।
নক্ষত্র চলচ্চিত্রের ব্যানারে নির্মিত এই নাটকটি আগামী ২৩ এপ্রিল থেকে চ্যানেল আইতে প্রচারিত হবে সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার।
নাটকে আরো অভিনয় করেছেন মৌসুমী বিশ্বাস, অবিদ রেহান, মৌটুসী, তাজ্জি, আল-মনসুর, শিরীন আলম, শামীমা নাজনীন, নিয়াজ মোহাম্মদ তারিক, হেলাল প্রমুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


