
মানলাম মহসিন আলী খুপ ক্রাপ, কিন্তু তার বংশ ভালো । ভালো বংশের একখান "ভোম্বলবি" হতেই পারে ।
হাতের ৬ আঙ্গুল তো আর সমান হয়না, মাঝে মধ্যে ২/১টা ত্যাড়া ব্যাকা হয়ে যায় ।
মহসিন আলী ৮ পাশ মানুষ হয়েও মন্ত্রী, মন্ত্রিত্বের ভার বহন করাটাও কঠিন ব্যাপার ।
অতএব তার কাছ থেকে এর থেকে ভালো আচরণ আশা করাটাও বোকামি ?
মহসিন আলি সাংঘাতিক (সাংবাদিক) দের যে ধরনের গালাগালি করেছেন তা এক দৃষ্টিতে আমি সাপোর্ট করি ।
কারন যে গালিগুলা আমি দিতে পারতাম না তা মহসিন আলি দিয়েছেন । বাঘের বাচ্ছা ব্যাটা ।
সাংঘাতিক দের তা প্রাপ্য ছিল । বর্তমান বাংলাদেশের এহেন করুন পরিণতির জন্য ৫০% সাংঘাতিক দায়ী ।
সাদা কে কালো, সত্য কে মিথ্যা, আর আজব আজব খবর দেয়ার জন্য বাংলাদেশের সাংঘাতিক রা সিদ্ধহস্ত । (সবাই নয়)
এই সাংঘাতিকদের সায়েস্থা করার জন্য মাঝে মধ্যে ২/১ জন মহসিন আলীর দরকার আছে ।
যদিও মহসিন আলীর কথাগুলা কূরুচিপূর্ন, তার পরও ঠিক কাজটি করেছেন বিড়ি মন্ত্রী ...............।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


