শাহজালাল ভার্সিটির কম্পু সাইন্সের হেড শহীদুর রহমান----ছাগু, নাকি অন্য কিছু?
অনেকেই হয়ত খেয়াল করেছেন, শাবির ৫১ জন শিক্ষকের একটা বিবৃতি বের হয়েছে, যেখানে তারা প্রস্তাবিত স্বাধীনতা ভাস্কর্য তৈরীর বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন, ইসলামের সাথে "মূর্তি নির্মাণ সঙ্গতিপূর্ণ নয়" এই উছিলায়।
খবরের লিংক
আমি শাবির অনেককাল আগের ছাত্র, তাই ওখানের কয়েকটা নাম দেখে অবাক হয়নি, তবে ধাক্কা খেয়েছি শহীদ স্যারের নাম... বাকিটুকু পড়ুন