somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

☑*~*~♣ IP দিয়ে খুঁজে বের করে ফেলুন পৃথিবীর যে কাউকে B:-) :-B :-B ♣~*~* ツ

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


IP - মানে ইন্টারনেট প্রটোকল।এটির সাহায্যে যে কারও অবস্থান সম্পর্কে জানা যায়।আপনাকে যে কেউ যেকোনভাবে ইন্টারনেট ডিস্টার্ব করতে পারে অথবা হুমকিও দিতে পারে।প্রতারণা ও করতে পারে ।এরই প্রেক্ষিতে আপনার জানার প্রয়োজন হতে পারে -সে কোথায় থাকে। আর তার অবস্থান বের করা এখন আপনার জন্য আর কোন ব্যাপারই না। নিচের পদ্ধতি অনুসরণ করলে আপনি তার বাড়ির দরজা পর্যন্ত গিয়ে হাজির হতে পারবেন।এটা একটি আত্মরক্ষামূলক পোস্ট- হ্যাকিং পোস্ট নয়।

আইপি কি?
IP সম্পর্কে জানতে উপরের লিঙ্কে যেতে পারেন। আইপি একটি ইউনিক নাম্বার।সবার যেমন মোবাইল ফোন নাম্বার থাকে , তেমনি আইপি নাম্বারও থাকে।
কিছু আইপি নাম্বারের উদাহরণঃ
117.17.231.46
119.18.210.98
221.19.330.69 ইত্যাদি।
অন্যের আইপি বের করা খুব সহজ না হলেও-- এই পোস্টে তা যথাসম্ভব সহজ ভাবে উপস্থাপন করা হচ্ছে।

ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেসের প্রধান কাজ মূলত দুটি:
(১)হোস্ট অথবা নেটওয়ার্ক ইন্টারফেস সনাক্ত করা এবং
(২)অবস্থান খুজে বের করা।
আমরা এখানে অবস্থান খুঁজে বের করার সুযোগটাকে কাজে লাগাবো।

অন্যের আইপি জানার আগে নিজেরটা জেনে নেইঃ

নিজের আইপি জানতে এই---সাইটটিতে যান।ঢুকলেই দেখতে পারবেন আপনার সম্পর্কিত সকল তথ্য।



আমরা এখানে অবস্থান বের করার টেকনিকটা সম্পর্কে জানবো।ইন্টারনেটে আইপি অ্যাড্রেস খুঁজে বের করার বিভিন্ন পদ্ধতি আছে।কিন্তু ,আজকে আপনাদের প্রায় সবচেয়ে সহজতম উপায়টি শেখানো হবে।


স্টেপ ১- ওয়েবসাইটে যাওয়া

প্রথমে এই- সাইটটিতে যান।


স্টেপ ২- ইমেইল দিয়ে রেজিস্ট্রেশান করা

সাইটটিতে গেলে দেখবেন


এন্টার ইউর ইমেইল এর জায়গায় আপনার ইমেইলটি লিখে এন্টার চাপুন।

স্টেপ ৩- ইমেইলের ইনবক্সে ঢুকুন
এইবার আপনি আপনার ইমেইল আইডির ইনবক্সে ঢুকুন।ঢুকলে এইরকম একটি ইমেইল পাবেন---


ইমেইলটিতে ক্লিক করলে দেখবেন >

এইরকম একটি ইমেইল।মার্কড করা অংশটি হচ্ছে আপনার খুঁজে বের করার লিঙ্ক।
এই পর্যায়ে - আপনি যার আইপি জানতে চাচ্ছেন , তাকে মার্কড করা লিঙ্ক টি দিতে হবে।সে যদি এই লিঙ্কটিতে ক্লিক করে --ঐ লিঙ্কের ওয়েবসাইটটি তার আইপি সঙ্ক্রান্ত তথ্য সংগ্রহ করবে এবং আপনার কাছে তার আইপি সম্পর্কিত তথ্য সাথে সাথে ইমেইল করে পাঠিয়ে দিবে।( চিন্তা করবেন না, এটা অনেক ট্রাস্টেড সাইট-- দু লক্ষেরও বেশি মানুষ এটা ইউজ করেছে- পিশিং বা অন্য কিছুর প্রশ্নই আসে না )

স্টেপ ৪-- লিঙ্ক গছিয়ে দেওয়া!!

আপনি ফেসবুকে চ্যাটের সময় অথবা মেসেজ করে তাকে লিঙ্ক দিয়ে বলতে পারেন----- আপনার মুড পরীক্ষা করতে চান্‌ -তাহলে এই ওয়েবসাইটটিতে ঢুকুন।এই ওয়েবসাইটটিতে কেউ ঢুকলে বিরাট একটা স্মাইলি দেখতে পাবে।
অথবা বলতে পারেন -- আপনার জন্য অসাম কিছু অপেক্ষা করছে।এই সাইটটিতে ঢুকলেই বুঝতে পারবেন।অথবা লিঙ্কটা শুধু দিয়ে আসলেই হবে।সে একাই ঢুকবে।আপনার ক্রিয়েটিভটির উপর নির্ভর করছে , কিভাবে তাকে লিঙ্ক গছাবেন।যাই হোক একটা অজুহাত দেওয়া আরকি!


স্টেপ ৫ - যাকে খুঁজছেন তার তথ্য ইমেইলের মাধ্যমে পান!!


যদি, সে আপনার লিঙ্কে ঢুকে -- তাহলে সাথে সাথে আপনার কাছে একটা মেইল আসবে-- মেইলে ক্লিক করলে দেখবেন এরকম একটা লিঙ্ক আছে--


ইমেইলে দেয়া মার্ক করা লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন>>>


-- যাকে খুঁজছেন তার অবস্থান। সাথে তার আইপি, সে কি ব্রাউজারে ব্রাউজ করছে,কোন অপারেটিং সিস্টেম ইউজ করছে।আর কি চাই???

উপরের ছবিতে মার্ক করা অংশটি হচ্ছে যাকে খুঁজছেন তার আইপি ।এখানে শুধু সামান্য তথ্য দেয়া আছে। আপনার যদি আর বিস্তারিত তথ্য চাই তাহলে এই -- ওয়েবসাইটটিতে যান।ঐ আইপি লিখে সার্চ দিন।তাহলে আরও বিস্তারিত ঠিকানা সহ সকল তথ্য পেয়ে যাবেন।আশা করি খুশি হয়েছেন।

এরপরও যদি সন্তুষ্ট না হন-- এবং আরও তথ্য চান। তাহলে, ঐ আইপি লিখে গুগলে সার্চ দিতে পারেন। এছাড়া বিভিন্ন ওয়েবসাইটগুলোতে গিয়ে আইপি লিখে সার্চ দিতে পারেন__
আইপি এড্রেস লোকেটর / হোয়াট ইজ মাই আইপি /

তবে একটা সমস্যা আছে- - যারা মোবাইল অপারেটরদের মানে জিপি ,জুম আলট্রা, রবি ইত্যাদির ইন্টারনেট ব্যবহার করেন তাদের কোন আইপি নেই( মানে নিজস্ব আইপি নেই)।ফলে, এইসব ইউজারদের সঠিকভাবে ট্র্যাকিং করা যাবে না ।এছাড়া, আইপি হাইডিং টেকনোলজি ইউজ করলে খুঁজে পাওয়া একটু সমস্যা হবে।
তবে, যারা বিটিসিএল বা এলাকা ভিত্তিক প্রভাইডারদের নেট কানেকশন ইউজ করেন-- তাদের নির্দিষ্ট আইপি আছে।এদেরটা বের করা যাবে।অপরাধী যদি এইধরনের নেট কানেকশন ইউজ করে তাহলে আপনি তার একুরেট লোকেশন পাবেন।

আমার তথ্য দেখুনঃ


আরও নিখুঁত তথ্য পেতেঃ

জিওলোকেশন এর জায়গায়- দেখুন Latitude এবং Longitude দেওয়া আছে।ওইটা দিয়ে আপনি ম্যাপে অপরাধীর অবস্থান দেখতে পাবেন। এর জন্য --আপনি এই সাইটে যান। এরপর নিচের ছবির মতো একটা অপশন দেখবেন

হলুদ তীর দেওয়া লোড অংশে ক্লিক করলেই ম্যাপে অপরাধীর অবস্থান দেখা যাবে।

উপরের পদ্ধতিতে আপনি যাকে খুঁজছেন তার তথ্য গুগল ম্যাপের সাহায্যে পেয়ে যাবেন।এছাড়া গুগল আর্থও ব্যবহার করতে পারেন।



ইমেইল থেকে আইপি ট্র্যাক করুন- আর বের করে ফেলুন যাকে খুঁজছেন তার অবস্থানঃ


অনেক সময় অনেক ফালতু লোক ফালতু ইমেইল পাঠিয়ে মজা করে।আবার অনেকে স্প্যামিং করে। আবার অনেকে হুমকিও দেয়।তাদের অবস্থান বের করাও অনেক সময় জরুরি হয়ে দাড়ায় ।তাদের আইপি ট্র্যাক করার পদ্ধতি নিচে দেখানো হল।

আপনি উপরের স্টাইলে তাকে লিঙ্ক দিয়েও আইপি সংগ্রহ করতে পারেন। অথবা নিচের স্টাইলেও পারেন।

ফর জিমেইল----

যার আইপি জানতে চান তার পাঠান ইমেইল খুলুনঃ
মেইলটি ওপেন করার পর উপরের দিকে দেখুন reply , reply all , show
original ইত্যাদি লেখা আছে

Show original এ ক্লিক করুন।তারপর নতুন উইন্ডো ওপেন হবে এবং অনেকগুলো লেখা দেখতে পাবেন সবগুলো কপি করে - এই সাইটিতে যান।
সাইটটির বক্স-এ লেখা গুলো Paste করেন। এরপর “Get Source”-এ ক্লিক করুন এবং সাথে সাথে পেয়ে যাবেন অপরাধীর আইপি ।এখন আইপিটি সেভ করে রাখুন।এবং উপরের স্টাইলে সার্চ করে বের করে ফেলুন আইপিটি ।

ফর ইয়াহুমেইল ----
নতুন ভার্সনের ক্ষেত্রেঃ যে ইমেইলের সেন্ডারকে বের করতে চান-- তার ইমেইলের উপর মাউজ রেখে রাইট ক্লিক করুন এবং View full Header এ ক্লিক করুন( পুরাতন ভার্সনের ক্ষেত্রেঃমেইল ওপেন করেন। তারপর "View Full Header"-এ ক্লিক করুন)। তাহলে , একটি উইন্ডো ওপেন হবে । সেখান থেকে সব লেখা কপি করে এই সাইটিতে যান।
সাইটটির বক্স-এ লেখা গুলো Paste করেন। এরপর “Get Source”-এ ক্লিক করুন এবং সাথে সাথে পেয়ে যাবেন ভিকটিম-এর আইপি ।এখন আইপিটি সেভ করে রাখুন।এবং উপরের স্টাইলে সার্চ করে বের করে ফেলুন আইপিটি ।

ফর হটমেইলঃ
ইমেইলের উপর রাইট ক্লিক করেন তারপর “View Full Header”-এ ক্লিক করুন।তাহলে একটা উইন্ডো ওপেন হবে।
ঐ থেকে থেকে সব "কপি" করেএই সাইটিতে যান। ।সাইটটির বক্স-এ লেখা গুলো Paste করেন। এরপর “Get Source”-এ ক্লিক করুন এবং সাথে সাথে পেয়ে যাবেন ভিকটিম-এর আইপি ।এখন আইপিটি সেভ করে রাখুন।এবং উপরের স্টাইলে সার্চ করে বের করে ফেলুন আইপিটি।


আপনি ট্র্যাকিং এর হাত থেকে বাঁচবেন যেভাবে -

আপনি বিভিন্ন আইপি হাইডিং সফটওয়্যার ব্যাবহার করতে পারেন - তবে আমি সবচেয়ে পছন্দ করি আল্ট্রাসার্ফ ।এটি গতি কমায় না-- এবং এফেক্টিভও।
এছাড়া ব্যাবহার করতে পারেন --
হটস্পটশিল্ড / টানেলবিয়ার / প্রাইভেটাইজ
এগুলো সবগুলোই ফ্রী। এগুলো দিয়ে ব্লকড ওয়েবসাইটও(ইউটিউব ) ভিসিট করা যায়।


এই পোস্টটি লেখতে অনেক পরিশ্রম করতে হয়েছে-- কিন্তু এটা যদি আপনাদের কাজে আসে তাহলে আমি সার্থক।




বিশেষ দ্রষ্টব্যঃ এটি একটি আত্মরক্ষা মূলক পোস্ট। হ্যাকিং পোস্ট নয়।আমাদের সকলেরই এই ধরনের ট্র্যাকিং সিস্টেম জানা দরকার। অনেকসময় অনেক ফ্রড আমাদের হুমকি দেয়।আমরাও তাদের সাথে ক্যাচালে জড়িয়ে পড়ি।আবার, অনেক সময় ব্যক্তি আক্রমণ করতেও দেখা যায় -- তাদের হাত থেকে বাচতে আমাদের সকলেরই এই ধরনের টেকনিক জানা প্রয়োজন।

এছাড়া, এই বিষয়ে খুব কমই পোস্ট দেখেছি। যেগুলো দেখেছি সেগুলোও খুব কাজের বলে মনে হয়নি। তাই, এই বিষয়ে পোস্ট লিখলাম।

আমাদের সকলেরই এই বিষয়ে জানা উচিত।সাইবার সন্ত্রাসী বা প্রতারকদের পরিচয় উন্মোচিত হোক এখনই...




স্টপ সাইবার ক্রাইম। ট্রেস হিম এন্ড বিট হিম।


আপডেটঃ যারা কষ্ট করে পড়েছেন তাদের জন্য একটি কুরআন শরীফ ফ্রী
সাইজ মাত্র ১.৮ এমবি।মিডিয়াফায়ার লিঙ্ক - বাংলা কুরআন
ইংলিশ, বাংলা ,আরবি সহ।


পোস্ট চলবে ... ট্রেস করার আরও ২টি পদ্ধতি নিয়ে হাজির হব । আপনাদের কাছে---- এই পোস্টেলিঙ্ক এই পোস্টে দিয়ে দেওয়া হবে।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৫
৫৬টি মন্তব্য ৪৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায় অত্যাচার ও অনিয়মের দেশ, শেখ হাসিনার বাংলাদেশ

লিখেছেন রাজীব নুর, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪০



'অন্যায় অত্যাচার ও অনিয়মের দেশ, শেখ হাসিনার বাংলাদেশ'।
হাহাকার ভরা কথাটা আমার নয়, একজন পথচারীর। পথচারীর দুই হাত ভরতি বাজার। কিন্ত সে ফুটপাত দিয়ে হাটতে পারছে না। মানুষের... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের বিবিধ গ্রুপে বিভক্ত করার বেকুবী প্রয়াস ( মুমিন, কমিন, জমিন )

লিখেছেন সোনাগাজী, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০



যাঁরা মুক্তিযদ্ধ করেননি, মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা তাঁদের পক্ষে মোটামুটি অসম্ভব কাজ। ১৯৭১ সালের মার্চে, কৃষকের যেই ছেলেটি কলেজ, ইউনিভার্সিতে পড়ছিলো, কিংবা চাষ নিয়ে ব্যস্ত ছিলো, সেই ছেলেটি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সাংঘাতিক উস্কানি মুলক আচরন

লিখেছেন শাহ আজিজ, ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৪



কি সাঙ্ঘাতিক উস্কানিমুলক আচরন আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর । নাহ আমি তার এই আচরনে ক্ষুব্ধ । ...বাকিটুকু পড়ুন

একটি ছবি ব্লগ ও ছবির মতো সুন্দর চট্টগ্রাম।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৮


এটি উন্নত বিশ্বের কোন দেশ বা কোন বিদেশী মেয়ের ছবি নয় - ছবিতে চট্টগ্রামের কাপ্তাই সংলগ্ন রাঙামাটির পাহাড়ি প্রকৃতির একটি ছবি।

ব্লগার চাঁদগাজী আমাকে মাঝে মাঝে বলেন চট্টগ্রাম ও... ...বাকিটুকু পড়ুন

দ্য অরিজিনস অফ পলিটিক্যাল জোকস

লিখেছেন শেরজা তপন, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১১:১৯


রাজনৈতিক আলোচনা - এমন কিছু যা অনেকেই আন্তরিকভাবে ঘৃণা করেন বা এবং কিছু মানুষ এই ব্যাপারে একেবারেই উদাসীন। ধর্ম, যৌন, পড়াশুনা, যুদ্ধ, রোগ বালাই, বাজার দর থেকে... ...বাকিটুকু পড়ুন

×